
Swimming Skill: সাঁতার না জানলে মেলে না ডিগ্রি! কোথায় আছে এমন আজব ইউনিভার্সিটি
দ্য ওয়াল ব্যুরো: ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা তখনই পাওয়া যায় যখন সেখানে পাঠরত বিষয়ের পরীক্ষায় ভালভাবে পাশ করে পড়ুয়ারা। কিন্তু সাঁতারে ভাল হতে হবে, স্নাতকের জন্য এমন শর্তের কথা কেউ কখনও শুনেছে? এমন আজব শর্তই রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটি (Swimming Skill)।

আরও পড়ুন: বসিরহাটে নৃত্যশিল্পী খুন! গ্রেফতার প্রেমিক, আগে থেকেই জেল খাটছে স্বামী
আমেরিকার কর্নেল ইউনিভার্সিটিতে (Cornell University) পড়ুয়াদের সাঁতারে দক্ষতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। সেখানে ১৯০৫ সাল থেকে চালু রয়েছে আজব নিয়ম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে, এখান থেকে ডিপ্লোমা পেতে গেলে দুটো সাঁতার পরীক্ষা এবং পিজিক্যাল এডুকেশন ক্লাসে যোগ দেওয়া আবশ্যিক (Swimming Skill)।

আর স্নাতক ডিগ্রির জন্য কর্নেল ইউনিভার্সিটির নিয়ম খানিক আলাদা। বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষায় পাশের পর পড়ুয়াদের সাঁতারের পরীক্ষা দিতে হয় ডিগ্রিলাভের জন্য। হয় তিনটি ল্যাপ একবারে না থেমে সাঁতরাতে হয়, আর না হলে পিজিক্যাল এডুকেশন ক্লাসের আরও দুই সেমেস্টারে যোগ দিতে হয়। সাঁতারের পরীক্ষায় পাশ না করলে কর্নেল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাওয়া যায় না।

মূলত সাঁতারকে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলার লক্ষ্যেই এমন নিয়ম চালু করেছে কর্নেল ইউনিভার্সিটি। সাঁতার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে তারা, সেই ভাবনা থেকেই বিশ শতকে শুরু হয়েছিল এমন শর্ত।