Latest News

ঘোড়ায় চড়ে খাবার ডেলিভারি করছেন সুইগি বয়! জলমগ্ন মুম্বইতে অবিশ্বাস্য ছবি

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে প্রবল বৃষ্টিতে যখন নিজের কাজ প্রায় বন্ধ হওয়ার জোগাড়, এমন সময় বুদ্ধি খাটিয়ে তাক লাগিয়ে দিলেন সেই শহরেরই এক ফুড ডেলিভারি বয় (Swiggy)। ঘোড়ার পিঠে চড়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন তিনি।

মুম্বইয়ের (Mumbai) বৃষ্টি নিয়ে এমনিই দুর্নাম রয়েছে। বলা হয়, এই বৃষ্টি একবার শুরু হলে আর থামতে চায় না। এদিকে, ভারী বৃষ্টিপাতে তখন বেশিরভাগ রাস্তাতেই জল জমে গেছে। বাইক নিয়ে চলাচল একপ্রকার অসম্ভব! কিন্তু খাবার ডেলিভারি তো করতেই হবে। নাহলে নিজের পেট চালানোর জন্য টাকা আনবেন কোত্থেকে!

আরও পড়ুন: পাকিস্তানি গানে সুর তুললেন আইটিবিপি পুলিশ! নেটিজেনরা মুগ্ধ, দেখুন ভিডিও

এতসব ভেবে শেষে আজব কাণ্ড ঘটালেন মুম্বইয়ের বাসিন্দা সুইগির এক ডেলিভারি বয়। জমা জলে যাতে নিজের কাজে ব্যাঘাত না ঘটে, তাই ঘোড়ায় চড়েই (horse riding) খাবার ডেলিভারি শুরু করলেন। নেটমাধ্যমে তাঁর এই কাজের ভিডিও পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল (viral)।

সেই ভিডিওতে দেখা যায়, সুইগির একজন ডেলিভারি বয় পিঠে খাবারের ব্যাগ নিয়ে ঘোড়ায় চড়ে এদিক ওদিক যাচ্ছেন। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ইন্টারনেটে ঝড় তোলে। একজন নেটিজেন রসিকতা করে লিখেছেন, ‘একেই বলে শাহী ডেলিভারি’!

You might also like