শেষ আপডেট: 9th June 2023 03:38
রেস্তোরাঁয় খেতে গিয়ে সসের বোতলে মুখ দিয়েছিল কিশোর, চার কোটি টাকার মামলা করল কর্তৃপক্ষ
দ্য ওয়াল ব্যুরো: দোষের মধ্যে রেস্তোরাঁয় খেতে গিয়ে সয়া সসের বোতল চেটে দিয়েছিল কিশোর। সেই অপরাধেই তার বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার মামলা দায়ের করল রেস্তোরাঁ কর্তৃপক্ষ (Sushi Chain Seeks $480,000 In Damages From Boy)!
হ্যাঁ, এমনটাই হয়েছে জাপানের ওসাকাতে। সুশিরো (Sushiro) হল জাপানের একটি প্রসিদ্ধ রেস্তোরাঁ চেন। ওসাকা ছাড়াও জাপান জুড়ে অন্তত ৬০০টি জায়গায় আউটলেট রয়েছে তাদের। জানা গেছে, চলতি বছরে জানুয়ারি মাসে বন্ধুকে নিয়ে ওই চেনের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিল এক কিশোর। সেখানেই সে টেবিলে সকলের ব্যবহারের জন্য রাখা একটি সয়াসসের বোতল চাটতে শুরু করে। এমনকী, টেবিলে রাখা একটি খালি কাপও চেটে দেয় সে। সেই সময় ওয়েটার পাশ দিয়েই অন্য একটি টেবিলে পরিবেশন করার জন্য সুশি নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, থুতু মাখা হাতেই সেই প্লেট স্পর্শ করে ওই কিশোর।
সূত্রের খবর, ওই দুই কিশোর এই ঘটনার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় গত ২৯ জানুয়ারি আপলোড করে দেয়। অল্প সময়ের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সুশিরোর মালিক আকিন্দো সুশিরোর অভিযোগ, তারপর থেকেই নাকি রেস্তোরাঁর অতিথি সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে। শুধু তাই নয়, ওই ভিডিওর কারণে সংস্থার মার্কেট শেয়ার ১৬ বিলিয়ন ইয়েনেরও বেশি পড়ে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ৯০ মিলিয়ন ইয়েন ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
এরপরেই গত মার্চ মাসে ওই কিশোরের বিরুদ্ধে ৪ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় তিন কোটি ৯৫ লক্ষ টাকারও বেশি জেলা আদালতে মামলা দায়ের করে আকিন্দো সুশিরো। অভিযুক্ত কিশোর ইতিমধ্যে ঘটনার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছে। সেই সঙ্গে আদালতের কাছে মামলাটি রদ করে দেওয়ারও আর্জি জানিয়েছে।
তার দাবি, সে এবং তার বন্ধু নিছক মজা করার উদ্দেশ্যেই ভিডিওটি শ্যুট করেছিল। সোশ্যাল মিডিয়ায় এভাবে ভাইরাল হয়ে যাবে, সে বিষয়ে ধারণা ছিল না তার।
২৪ ঘণ্টায় তিন-তিনটি নৃশংস হত্যাকাণ্ড! বীভৎসতার ইতিবৃত্ত জানলে শিউরে উঠবেন