Latest News

এই সেই চার্চ, যেখানে রাখা আছে সেন্ট ভ্যালেন্টাইনের হৃদপিণ্ড! দেখুন ছবি

আজ 'ভ্যালেন্টাইনস ডে'। আজকের দিনে জেনে নিন, কোথায় সযত্নে আজও রক্ষিত আছে ভালোবাসার ঈশ্বরের হৃদপিণ্ড।

আয়ারল্যান্ডের ডাবলিনের হোয়াইটফ্রাইয়ার স্ট্রিট। যেখানে রক্ষিত আছে সারাবিশ্বের প্রেমিক-প্রেমিকাদের ঈশ্বর সেন্ট ভ্যালেন্টাইনের হৃদপিণ্ড
এই সেই হোয়াইটফ্রাইয়ার স্ট্রিটের কার্মেলাইট চার্চ। এখানেই আছে সেন্ট ভ্যালেন্টাইনের হৃদয় (St Valentine’s Heart)।
চার্চের ভেতরের দৃশ্য। অপূর্ব স্থাপত্যকলায় মোহিত হতে হয়। আগে এটি একটি ছোট গির্জা ছিল, ১৮২৫ সালে নতুন চার্চের নকশা করেন জর্জ পাপওয়ার্থ।

 

চার্চের সর্বত্র বিরাজমান তিনি। ভালোবাসার মন্ত্রে যিনি মানুষকে দীক্ষিত করেছিলেন।
এই সেই কক্ষ, যেখানে সুদৃশ্য তোরঙ্গে রাখা আছে সেন্ট ভ্যালেন্টাইনের হৃদয়।                            
সেন্ট ভ্যালেন্টাই্নের  হৃদপিণ্ডটি রাখাছিল এখান থেকে অনেক দূরে। রোমের সেন্ট হিপ্পোলিটাস চার্চে। উনিশ শতকে  পোপ ষোড়শ গ্রেগরি হোয়াইটফ্রাইয়ার স্ট্রিটের চার্চকে সেটি দান করেছিলেন।
প্রেমের প্রতীক সেন্ট ভ্যালেন্টাইনকে যে যাঁর মাতৃভাষায় শ্রদ্ধা জানিয়ে যান।
এখানে নিয়মিত দুটি হৃদয় মিলে যায় যাজকের সামনে, সাক্ষী থাকে সেন্ট ভ্যালেন্টাইনের হৃদয়।

মৃত্যুর মুহূর্তে ফিসফিস করে সে বলেছিল, ‘ওই দেখো মা, আমার ভ্যালেন্টাইন এসেছে’

You might also like