শেষ আপডেট: 12th April 2023 12:28
দ্য ওয়াল ব্যুরো: প্রাণীজগতের মধ্যে হাতি অত্যন্ত বুদ্ধিমান হিসেবেই পরিচিত। এমন অনেক কাজই তারা করতে পারে, যা আপাতভাবে তাদের পক্ষে করা অসম্ভব বলে মনে হয়। এর আগেও থাইল্যান্ডের একটি হাতিকে শুঁড়ের সাহায্যে দুর্দান্ত সব ছবি আঁকতে দেখা গিয়েছিল। এবার জানা গেল, হাতি রীতিমতো খোসা ছাড়িয়ে কলা খেতে পারে (Elephant Peels Banana)!
হ্যাঁ, এমনই হতবাক করা ঘটনা ঘটেছে বার্লিনের একটি চিড়িয়াখানায় (Berlin zoo)। সেখানে ফাং ফা নামে একটি এশিয়ান হাতি শুঁড় দিয়ে নিপুনভাবে কলা ছাড়িয়ে খেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। সেই ঘটনার একটি ভিডিওও প্রকাশ করা হয়েছে।
তাতে দেখা যাচ্ছে, ফাং ফাকে একটি হলুদ রংয়ের কলা দেওয়া হয়। শুঁড়ের সাহায্যে অবিশ্বাস্য দক্ষতায় শুরুতেই কলাটির উপরের অংশটি ছিঁড়ে ফেলে দেয় সে।
তারপর বাকি কলাটিকে শুঁড় দিয়ে বেশ কয়েকবার মাটিতে আছাড় মারে সে, যতক্ষণ না খোসা এবং কলার খাদ্যযোগ্য অংশটি আলাদা হয়ে যায়। পুরো খোসা ছেড়ে গেছে বুঝতে পারার পরেই কলাটি তুলে টপ করে মুখে পুরে দেয় সে।
গত ১০ এপ্রিল 'কারেন্ট বায়োলজি' নামের একটি জার্নালের একটি স্টাডিতে বিষয়টি প্রকাশ করা হয়। সেখানে আরও জানানো হয়েছে, ফাং ফা শুধুই হলুদ কলা খেতে ভালবাসে। বাদামি কলা তাকে দেওয়া হলে সে প্রথমে সেটি নেয় বটে, কিন্তু ভাল করে দেখার পরে যখন বুঝতে পারে, তখন ফেলে দেয় সেটিকে।
মায়ের নাম নালিশ করবে, ১৩০ কিলোমিটার সাইকেল চালিয়ে ঠাকুমার কাছে গেল কিশোর