Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!রাধিকার বান্ধবীর দাবি খারিজ করল পরিবার, এদিকে মোবাইলের মুছে ফেলা তথ্য ফিরিয়ে দেখছে পুলিশবর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অবসাদে আত্মঘাতী প্রাক্তন ‘মিস পুদুচেরি’ সান রেচালপ্রধানমন্ত্রীর সভার জন্য রথের মেলা গুটিয়ে ফেলার নির্দেশ, ক্ষতির মুখে শতাধিক ছোট ব্যবসায়ীরাজ্জাক খাঁ খুনে গ্রেফতার আরও ১ দলীয় কর্মী, গত বছরই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেন আজহারউদ্দিনফেসবুকে ঘুরছে তন্ময়ের আপত্তিকর ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট! বামনেতার বিরুদ্ধে অভিযোগ কতটা সত্যি?সোমবার নবান্ন অভিযান চাকরিহারাদের, নিরাপত্তায় মোতায়েন ড্রোন, সকাল থেকে যানজটে নাকাল যাত্রীরা
Sleep Internship

৬০ দিনে ৯ ঘণ্টা করে ঘুম! সেরার খেতাব পেলেন 'স্লিপিং বিউটি', ৯ লাখ টাকাও জিতলেন ইউপিএসসি পড়ুয়া

যে শুয়ে থাকে, তার ভাগ্যও নাকি শুয়ে থাকে। কিন্তু রীতিমতো ঘুমিয়ে যদি টাকা রোজগার হয়, তাহলে কি সেই কথা খাটে সবসময়?

৬০ দিনে ৯ ঘণ্টা করে ঘুম! সেরার খেতাব পেলেন 'স্লিপিং বিউটি', ৯ লাখ টাকাও জিতলেন ইউপিএসসি পড়ুয়া

পূজা মাধব ওয়াভাল

শেষ আপডেট: 5 July 2025 14:48

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, যে শুয়ে থাকে, তার ভাগ্যও নাকি শুয়ে থাকে। কিন্তু শুধু শুয়ে নয়, রীতিমতো ঘুমিয়ে ঘুমিয়ে যদি টাকা রোজগার করা যায়, তাহলে কি সেই কথা খাটে সবসময়?

ভারতের ঘুম-কালচারে এবার এল নতুন মোড়। পুণের এক ইউপিএসসি পরীক্ষার্থী (UPSC Aspirant) পূজা মাধব ওয়াভাল স্রেফ ঘুমিয়েই জিতে নিলেন ৯.১ লক্ষ টাকার পুরস্কার। তিনি এখন ভারতের ‘Sleep Champion of the Year’।

৬০ দিনের ঘুম ইন্টার্নশিপ - এক অনন্য উদ্যোগের আয়োজন করেছিল বেঙ্গালুরুর সংস্থা Wakefit। ২০১৯ সালে শুরু হওয়া এই ব্যতিক্রমী প্রোগ্রামটি এবার চতুর্থ বছরে পা দিয়েছে। উদ্দেশ্য ছিল ভারতীয়দের মধ্যে ঘুম-ঘাটতির সমস্যার বিষয়ে সচেতনতা বাড়ানো।

এই ইন্টার্নশিপে দেশের ১ লাখের বেশি আবেদনকারীর মধ্যে থেকে মাত্র ১৫ জনকে বাছা হয়। প্রত্যেক ‘স্লিপ ইন্টার্ন’কে দেওয়া হয় Wakefit-এর গদি ও ঘুম মনিটরিং ডিভাইস। ইন্টার্নদের ৬০ দিন ধরে প্রতি রাতে ৯ ঘণ্টা ঘুমোতে বলা হয়, সেটি নিয়মিতভাবে রেকর্ড করা হয়।

ওয়ার্কশপ, ঘুম-চ্যালেঞ্জ আর ‘স্লিপ-অফ’:

শুধু ঘুম নয়, অংশগ্রহণকারীদের জন্য ছিল ইন্টার‍্যাকটিভ ওয়ার্কশপ, ঘুম-চ্যালেঞ্জ ও মজার প্রতিযোগিতা। ঘড়ির ‘ট্রেজার হান্ট’, চোখ বেঁধে বিছানা তৈরি প্রতিযোগিতা। শেষে ছিল চূড়ান্ত ‘স্লিপ-অফ’। এই পর্যায়ে ঘুমের ক্ষেত্রে কে সবচেয়ে নিয়মিত, তার প্রমাণ দিয়ে হয়েছে ইন্টার্নদের।

পূজা এই ইন্টার্নশিপে ৯১.৩৬ নম্বর পেয়ে তালিকায় সবার ওপরে ওঠেন। তাঁর ঘুম ছিল, প্যারামিটার অনুযায়ী, সবচেয়ে নিয়মিত ও স্বাস্থ্যকর। ফলে তিনি পান ৯,১০,০০০ টাকার পুরস্কার। বাকি ১৪ জন স্লিপ ইন্টার্নকেও দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা।

Wakefit জানিয়েছে, পঞ্চম সিজনের জন্য আবেদনের পথ এখন থেকেই খোলা রাখা হয়েছে। আগ্রহীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।


ভিডিও স্টোরি