ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সকলেই চিকিৎসকের সাহসের প্রশংসা করেছেন। জন্মদিনে মা'কে এমন উপহারের জন্য অনেকে তাঁর ছেলেকেও বাহবা জানিয়েছেন।
ডঃ শ্রদ্ধার স্কাইডাইভের মুহূর্ত
শেষ আপডেট: 4 July 2025 12:36
দ্য ওয়াল ব্যুরো: ইচ্ছেশক্তির কাছে বয়স সংখ্যা মাত্র। সে কথা প্রমাণ করে দিলেন ৮০ বছরের ডঃ শ্রদ্ধা চৌহান। নিজের জন্মদিনে ছেলের সঙ্গে স্কাইডাইভ করে ইতিহাস গড়লেন তিনি। আর এখন ভারতের সবচেয়ে প্রবীণ মহিলা স্কাইডাইভার এই চিকিৎসক।
ডঃ শ্রদ্ধার ছেলে ব্রিগেডিয়ার সৌরভ সিং শেখাওয়াত, ভারতীয় সেনা বাহিনীতে নিযুক্ত। দেশসেবার পাশাপাশি ট্রেক, ঘোড়সওয়ারি, স্কাইডাইভিং, সবেতেই দক্ষতা রয়েছে তাঁর। বর্তমানে ‘স্কাইহাই ইন্ডিয়া’-র চিফ ইনস্ট্রাক্টর। আর এই সেনা আধিকারিকের সঙ্গেই আকাশে উড়লেন তাঁর মা।
ডঃ চৌহান যেখান থেকে ঝাঁপ দেন, সেই নরনৌল এয়ারস্ট্রিপ (হরিয়ানা) দেশের একমাত্র অনুমোদিত সিভিলিয়ান ড্রপ জোন। দিল্লি থেকে মাত্র দু'ঘণ্টার পথ। সেখানেই ১০ হাজার ফুট উঁচু থেকে ছেলের সঙ্গে ট্যান্ডেম স্কাইডাইভ করেন প্রবীণা।
এই অ্যাডভেঞ্চারে সবচেয়ে অবাক করা বিষয় হল, তাঁর শারীরিক অবস্থা। ভার্টিগো, সার্ভাইক্যাল স্পন্ডিলাইটিস এবং স্পাইনাল ডিস্কের মতো একাধিক শারীরিক অসুস্থতা রয়েছে। কিন্তু সব বাধা পেরিয়ে সাহসের নতুন সংজ্ঞা তৈরি করলেন তিনি।
Defying Both Age & Gravity: 80-Year-Old Woman Leaps Into Record Books With Skydive
Dr. Shraddha Chauhan has become the oldest Indian woman to complete a skydive by completing a 10,000ft freefall for her birthday - despite battling vertigo, cervical spondylitis, and spinal disc… pic.twitter.com/q1y9phL8rc— RT_India (@RT_India_news) July 3, 2025
স্কাইহাই ইন্ডিয়ার ইনস্টাগ্রাম পেজে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, স্কাইডাইভের আগে ছেলে মা'কে স্ট্রেচিংয়ে সাহায্য করছেন, পরবর্তীতে প্লেনের ভিতরে গিয়ারে মা'কে সাহায্য করে নিজে নামছেন মায়ের সঙ্গেই। দু’জনের মুখেই তখন খুশির ঝলক। গোপ্রো ক্যামেরায় ধরা পড়েছে সেই রোমাঞ্চকর মুহূর্ত।
ওড়ার মুহূর্তে করতালিতে গর্জে ওঠে চারিদিক। ‘হ্যাপি বার্থডে’ বলে শুভেচ্ছা জানান বহু মানুষ। শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়, 'ভারতের প্রবীণতম মহিলা যিনি দেশে ট্যান্ডেম স্কাইডাইভ করলেন। একজন মা, একটা অপূর্ব মুহূর্ত আর সঙ্গে ঐতিহাসিক মাইলস্টোন।'
डॉ. श्रद्धा चौहान यांनी वयाच्या 80 व्या वर्षी आपला मुलगा ब्रिगेडियर सौरभ सिंह शेखावतसोबत 10 हजार फूट उंचीवरून स्कायडाइव्हिंग करत इतिहास घडवला आहे. आता त्या स्कायडाइव्हिंग करणाऱ्या भारतातील सर्वात वयस्कर महिला बनल्यात. #80yearoldwoman #drshraddhachauhan #oldestindianwoman #skydive pic.twitter.com/sOJVqIWw2Y
— SakalMedia (@SakalMediaNews) July 3, 2025
বেসরকারি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন, 'একটুও ভয় লাগেনি। ঝাঁপ দেওয়ার সময় হাওয়ার ঝাপটায় আমার মনে হয়েছিল সব ভাবনাচিন্তা যেন দূরে চলে গেছে। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আকাশে উড়ব। আজ আমার ছেলে সেই স্বপ্নপূরণ করল। এটা এক গর্বের মুহূর্ত।'
ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সকলেই চিকিৎসকের সাহসের প্রশংসা করেছেন। জন্মদিনে মা'কে এমন উপহারের জন্য অনেকে তাঁর ছেলেকেও বাহবা জানিয়েছেন।