Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!রাধিকার বান্ধবীর দাবি খারিজ করল পরিবার, এদিকে মোবাইলের মুছে ফেলা তথ্য ফিরিয়ে দেখছে পুলিশবর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অবসাদে আত্মঘাতী প্রাক্তন ‘মিস পুদুচেরি’ সান রেচালপ্রধানমন্ত্রীর সভার জন্য রথের মেলা গুটিয়ে ফেলার নির্দেশ, ক্ষতির মুখে শতাধিক ছোট ব্যবসায়ীরাজ্জাক খাঁ খুনে গ্রেফতার আরও ১ দলীয় কর্মী, গত বছরই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেন আজহারউদ্দিনফেসবুকে ঘুরছে তন্ময়ের আপত্তিকর ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট! বামনেতার বিরুদ্ধে অভিযোগ কতটা সত্যি?সোমবার নবান্ন অভিযান চাকরিহারাদের, নিরাপত্তায় মোতায়েন ড্রোন, সকাল থেকে যানজটে নাকাল যাত্রীরাবনধ ঘিরে উত্তপ্ত খেজুরি, জোড়া মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর
80-Year-Old Woman Becomes India's Oldest Skydiver

৮০-তে আকাশজয়! জন্মদিনে ইতিহাস গড়লেন প্রৌঢ়া, দেশের প্রবীণতম স্কাইডাইভার এখন তিনিই

ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সকলেই চিকিৎসকের সাহসের প্রশংসা করেছেন। জন্মদিনে মা'কে এমন উপহারের জন্য অনেকে তাঁর ছেলেকেও বাহবা জানিয়েছেন।

৮০-তে আকাশজয়! জন্মদিনে ইতিহাস গড়লেন প্রৌঢ়া, দেশের প্রবীণতম স্কাইডাইভার এখন তিনিই

ডঃ শ্রদ্ধার স্কাইডাইভের মুহূর্ত

শেষ আপডেট: 4 July 2025 12:36

দ্য ওয়াল ব্যুরো: ইচ্ছেশক্তির কাছে বয়স সংখ্যা মাত্র। সে কথা প্রমাণ করে দিলেন ৮০ বছরের ডঃ শ্রদ্ধা চৌহান। নিজের জন্মদিনে ছেলের সঙ্গে স্কাইডাইভ করে ইতিহাস গড়লেন তিনি। আর এখন ভারতের সবচেয়ে প্রবীণ মহিলা স্কাইডাইভার এই চিকিৎসক।

ডঃ শ্রদ্ধার ছেলে ব্রিগেডিয়ার সৌরভ সিং শেখাওয়াত, ভারতীয় সেনা বাহিনীতে নিযুক্ত। দেশসেবার পাশাপাশি ট্রেক, ঘোড়সওয়ারি, স্কাইডাইভিং, সবেতেই দক্ষতা রয়েছে তাঁর। বর্তমানে ‘স্কাইহাই ইন্ডিয়া’-র চিফ ইনস্ট্রাক্টর। আর এই সেনা আধিকারিকের সঙ্গেই আকাশে উড়লেন তাঁর মা।

ডঃ চৌহান যেখান থেকে ঝাঁপ দেন, সেই নরনৌল এয়ারস্ট্রিপ (হরিয়ানা) দেশের একমাত্র অনুমোদিত সিভিলিয়ান ড্রপ জোন। দিল্লি থেকে মাত্র দু'ঘণ্টার পথ। সেখানেই ১০ হাজার ফুট উঁচু থেকে ছেলের সঙ্গে ট্যান্ডেম স্কাইডাইভ করেন প্রবীণা।

এই অ্যাডভেঞ্চারে সবচেয়ে অবাক করা বিষয় হল, তাঁর শারীরিক অবস্থা। ভার্টিগো, সার্ভাইক্যাল স্পন্ডিলাইটিস এবং স্পাইনাল ডিস্কের মতো একাধিক শারীরিক অসুস্থতা রয়েছে। কিন্তু সব বাধা পেরিয়ে সাহসের নতুন সংজ্ঞা তৈরি করলেন তিনি।

স্কাইহাই ইন্ডিয়ার ইনস্টাগ্রাম পেজে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, স্কাইডাইভের আগে ছেলে মা'কে স্ট্রেচিংয়ে সাহায্য করছেন, পরবর্তীতে প্লেনের ভিতরে গিয়ারে মা'কে সাহায্য করে নিজে নামছেন মায়ের সঙ্গেই। দু’জনের মুখেই তখন খুশির ঝলক। গোপ্রো ক্যামেরায় ধরা পড়েছে সেই রোমাঞ্চকর মুহূর্ত।

ওড়ার মুহূর্তে করতালিতে গর্জে ওঠে চারিদিক। ‘হ্যাপি বার্থডে’ বলে শুভেচ্ছা জানান বহু মানুষ। শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়, 'ভারতের প্রবীণতম মহিলা যিনি দেশে ট্যান্ডেম স্কাইডাইভ করলেন। একজন মা, একটা অপূর্ব মুহূর্ত আর সঙ্গে ঐতিহাসিক মাইলস্টোন।'

বেসরকারি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন, 'একটুও ভয় লাগেনি। ঝাঁপ দেওয়ার সময় হাওয়ার ঝাপটায় আমার মনে হয়েছিল সব ভাবনাচিন্তা যেন দূরে চলে গেছে। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আকাশে উড়ব। আজ আমার ছেলে সেই স্বপ্নপূরণ করল। এটা এক গর্বের মুহূর্ত।'

ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সকলেই চিকিৎসকের সাহসের প্রশংসা করেছেন। জন্মদিনে মা'কে এমন উপহারের জন্য অনেকে তাঁর ছেলেকেও বাহবা জানিয়েছেন।


ভিডিও স্টোরি