শেষ আপডেট: 10th January 2025 14:13
দ্য ওয়াল ব্যুরো: মারামারি, খুন, হিংসা, রাজনীতির যুগে এক টুকরো ভাললাগা। কোথায়? সিকিমে। সেই ভাললাগার ভিডিওই বর্তমানে ভাইরাল নেট পাড়ায়। যাতে দুই মিষ্টি বাচ্চাকে দেখা যায়। তাদের সরলতা, মিষ্টি দুটো মুখ আর ব্যবহারই জিতে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের মন।
ভিডিওটি রেকর্ড করা সিকিমের জুলুকে। এক পর্যটক পাহাড়ি রাস্তায় হাঁটছিলেন। হঠাৎই তাঁর সঙ্গে দেখা হয় স্থানীয় আর্গেন ও কেলসাঙের। ওরা দুই ভাই। বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক হাঁটছিল। পর্যটকদের সঙ্গে দেখা হতেই ভাব জমাতে দাঁড়িয়ে পড়েন।
সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে সবাই নিজেদের মতো থাকতে ব্যস্ত। নিজেদের নিয়েই ব্যস্ত। সেখানে এই ব্যবহার মন ছুঁয়ে যায় পর্যটকের। তিনি রেকর্ড করেন কথোপকথনের একটা অংশ। দেখা যায়, ওই দুই ভাইয়ের মধ্যে বড় জন পর্যটককে জিজ্ঞাসা করেন, টুরিস্ট? কোথা থেকে এসেছেন। পর্যটন জানান, তিনি হায়দরাবাদ থেকে এসেছেন। পাল্টা প্রশ্ন করতে আর্গেন জানায়, সে লোকাল।
View this post on Instagram
এই ছোট্ট কথোপকথন শেষে ভাইয়ের হাত ধরে এগিয়ে যায় আর্গেন। কিন্তু দুই পা এগিয়েই পিছনে ফিরে তাকায়। হাতে থাকা একটা বাক্স দেখিয়ে জিজ্ঞাসা করে, মিষ্টি খাবেন? উত্তর পাওয়ার আগেই বাক্স থেকে দুটো অ্যাল্পেনলিবে বের করে হাতে দেয়।
এই ব্যবহার দেখে আপ্লুত হন পর্যটক। ভিডিও শেয়ার করা হয় 'আই অ্যাম মানোগ্না রেড্ডি' নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে। ভিডিওটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ছয় মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়। অনেকেই এই ভিডিও দেখে ব্যবহার শেখার নিদান দেন।
অনেকে কমেন্টে লেখেন, সারাদিনে দেখা সবচেয়ে মিষ্টি ভিডিও। একজন লেখেন, অ্যাল্পেনলিবের এই ভিডিওটি দিয়ে বিজ্ঞাপন বানানো উচিত। আরেকজন লেখেন, 'আমাকে যদি এমন মিষ্টি অফার করত, আমি কেঁদেই ফেলতাম।' অন্য আরেকজন লেখেন, 'এই বাচ্চাগুলো আমাদের একটা শিক্ষা দিল, আমাদের সকলের এমন ব্যবহার শেখা উচিত।'
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সিকিম এবং পাহাড়ের সংস্কৃতি নিয়েও চর্চা হচ্ছে। এই সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেশ থেকে, এমন অভিযোগ করে, এই ব্যবহার শেখার বার্তা দিতে দেখা যায় বেশিরভাগ নেটিজেনকে।