
দ্য ওয়াল ব্যুরো: কল্লোলিনী তিলোত্তমা কলকাতার (Kolkata) বুকে ছড়িয়ে আছে অজস্র মণিমুক্তো। যার সন্ধান হয়ত আমরা অনেকেই রাখি না। জানেন কি খোদ কলকাতা শহরের বুকেই আছে শক্তিদেবীদের নিয়ে গড়ে ওঠা আস্ত একটি মিউজিয়াম!

এই ধরণের মিউজিয়াম হয়ত বিশ্বের কোথাও নেই। নিউ আলিপুরের জেকে পাল রোডের মিশ্র পরিবারের প্রবীর মিশ্র, তাঁর মা স্বর্গত গীতা মিশ্রের অনুপ্রেরণায়, প্রায় সাড়ে তেরো বছরের নিরবিচ্ছিন্ন গবেষণার পর তাঁদের বসত বাড়ির তিনতলায় শুরু করেছেন এই অনন্য মিউজিয়াম।
২০১৫ সালে যাত্রা শুরু করা, চোদ্দ ফুট বাই চোদ্দ ফুটের এই বিস্ময়কর মিউজিয়ামটির নাম ‘শক্তি মাতা দেবী বিশ্বদর্শন’ (Shakti Mata Devi Vishwa darshan museum)। মিউজিয়ামটিতে আছে পুরাণে বর্ণিত শক্তিদেবীদের বিভিন্ন রূপ, অবতার ও মন্দিরের ৪২২ টি ছবি। আছে শক্তিদেবীদের বেশ কিছু বিগ্রহ। নিত্যপুজাও করা হয় শক্তিদেবীদের।

দুস্প্রাপ্য ছবিগুলি সংগ্রহ করা হয়েছে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। দেশগুলির মধ্যে আছে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আমেরিকা, ব্রিটেন, পাকিস্তান, আরব আমিরশাহী, মিশর, আফগানিস্তান, ভুটান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশ।

অনন্য এই মিউজিয়ামটি ইতিমধ্যেই পেয়েছে দ্য আইডিয়াল বুক ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস, ভারতীয় একতা সম্মান, স্টার রেকর্ড বুক অফ ইন্টারন্যাশনালের শংসাপত্র। আমরা জানি শক্তিদেবীদের মন্দিরগুলি ছড়িয়ে আছে বিশ্বের নানা দেশে। স্বশরীরে সবগুলি ঘুরে দেখা কারও পক্ষেই সম্ভব নয়। তাই হয়ত নিউ আলিপুরের মিশ্র পরিবার একই ছাদের নীচে এনে দিয়েছেন বিশ্বের সমস্ত শক্তিপীঠ ও পীঠ অধিষ্ঠাত্রী দেবীদের।

আরও পড়ুন :দেবী কালী নগ্ন কেন? জিভ কেন বাইরে? জেনে নিন কালীমূর্তির নব রহস্য