শেষ আপডেট: 28th September 2024 19:10
দ্য ওয়াল ব্যুরো: বোর্ডের পরীক্ষায় প্রথম হয়েছে ছেলে। আপ্লুত হয়ে তাকে আইফোন ১৬ গিফট করলেন বাবা।
এমনটা কোনও বিরল ঘটনা নয়। কিন্ত এক্ষেত্রে এই ঘটনা প্রায় বিরলই বলা চলে, কারণ পেশায় ওই বাবা একজন স্ক্র্যাপ ডিলার। কাগজ, প্লাস্টিক ও আবর্জনা কুড়িয়ে বেচেন। কাগজকুড়িয়ে বলা হয়ে থাকে তাঁদের। কিন্তু ছেলের প্রতি ভালবাসা এতটাই যে টাকার পরোয়াই করেননি তিনি।
সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে, শুধু ছেলের জন্যই নয়, নিজের জন্যও ৮৫ হাজার টাকার আইফোন কিনেছেন তিনি!
কাগজ কুড়িয়ে দু-দু'টি আইফোনের মালিক হওয়া দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। বইছে প্রশংসার বন্যাও।
হবে নাই বা কেন? নিজের কষ্টের পয়সায় কেনা বহুমূল্য জিনিস বলে কথা। সকলের সামনে দেখাতেও পিছপা হননি ওই বাবা। একগাল হাসি নিয়ে ফোনটি ঘুরিয়ে ফিরিয়ে কয়েকজনকে দেখালেন। উপচে পড়ল ভিডিওর কমেন্ট সেকশন।
Father's Priceless Gift: Junk Dealer Gifts Multiple Iphones Worth ₹ 1.80 Lacs to Son For Top Board Results pic.twitter.com/brrSI04qxf
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 27, 2024
কেউ বললেন, সন্তানের প্রতি ভালবাসা এমনই হয়। কেউ টাকার তোয়াক্কা করেন না। আবার একজন লিখলেন, বাবা-মা এভাবেই সন্তানদের ভালবাসেন। সন্তানের মুখে হাসি দেখতে কত কিছুই না করেন। আবার একজন লেখেন, খুবই মন ভাল করা ভিডিও এটা। বিশ্বের সেরা বাবা।
কিছুদিন আগেই সেল শুরু হয়েছে আই ফোন ১৬-র। তারপরই এই ভিডিওটি সামনে আসে। ছেলেকে খুশি হয়ে আইফোন উপহার দেন তিনি। কেনেন নিজের জন্যও। একেই বোধহয় বলে, শখের দাম লাখ টাকা!