শেষ আপডেট: 9th November 2024 11:55
দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরব মানেই গরম, ধু ধু মরুপ্রান্তর। তাপমাত্রা ছাড়ায় ৪০-এরও বেশি। সেখানের তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাবে, সৌদি আরবে বরফ পড়বে, এমনও সম্ভব। শুধু সম্ভব নয়, এমনই হয়েছে চলতি বছর। বরফে ঢেকেছে সৌদির আল জফ প্রদেশ। তাপমাত্রা নেমেছে শূন্যের নিচে।
একেই হয়তো বলে প্রকৃতির খেলা। গরমের দেশেও বরফ পড়তে পারে তা হয়তো ভেবে দেখেনি কেউই। জলবায়ু পরিবর্তন হলেও এই ঘটনা বিরল। গোটা এলাকা সাদা বরফে ঢাকা।
সৌদি আরবের উত্তর দিকে রয়েছে আল জফ। তার পশ্চিম দিকে রয়েছে জর্ডন এলাকা। শীতকালে এখানকার তাপমাত্রা কমলেও হিমাঙ্কের নিচে কোনওদিন নামে না। এবারের ঘটনা তাই বিরল।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রবল শিলাবৃষ্টির ফলে তাপমাত্রা এক ধাপে অনেকটা নেমে গিয়েছে। তারপরই বরফে ঢেকে যায় এলাকা। পাল্টে যায় চেনা ছবি।
পরিবেশবিদরা বলছেন, আল জফে বরফ পড়া আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত।
পরিবেশবিদদের দাবি, মরুভূমিতে তুষারপাতের ঘটনা বিরল নয়। ২০১৬ সালেও তুষারপাত হয়েছিল সৌদিতে। তবে, অন্য এলাকায়। সেসময় আল জফের তাপমাত্রাও কমেছিল শূন্যের নিচে। কিন্তু বরফ পড়েনি।
এবার, বরফ পড়ায় খুশি স্থানীয়রা। হইচই পড়েছে নেট দুনিয়ায়ও। তবে, এর প্রভাবে ঠিক কী হতে পারে, সেটা ভাবাচ্ছে আবহবিদদের।