শেষ আপডেট: 27th July 2024 09:25
দ্য ওয়াল ব্যুরো: চারচাকার চালকের আসনে বসে রয়েছেন এক ব্যক্তি। তাঁর কোলে একটি ফুটফুটে বাচ্চা মেয়ে। মেয়েকে কোলে নিয়েই গাড়ি চালাচ্ছেন বাবা!
অর্থা্ৎ চালক আর গাড়ির স্টিয়ারিংয়ের মাঝের অংশে বসে রয়েছে একরত্তি শিশু! অঘটন ঘটলে কী হবে ভাবতে পারছেন? প্রশ্ন তুলেছেন ডক্টর অশ্বিন রাজনেশ।
নেট পাড়ায় তাঁর পোস্ট করা ৩০ সেকেণ্ডের ওই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। শনিবার সকাল পর্যন্ত ৬ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখছেন। ভিডিওর ক্যাপশনে ডক্টর অশ্বিন রাজনেশ সংশ্লিষ্ট ব্যক্তির দায়িত্বজ্ঞান নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছেন। একই সঙ্গে সতর্কও করেছেন। অনেকেই শিশুটির বাবার এমন পদক্ষেপের তীব্র নিন্দাও করেছেন।
ভিডিওতে, ছোট শিশুটিকে তার বাবার কোলে শান্তিতে ঘুমতে দেখা যাচ্ছে। পরে তাকে তার বাবার সাথে কথা বলতে এবং খেলতে দেখা যায়। ডাঃ রাজনেশ ভিডিওটি শেয়ার করে অন্য পিতামাতাদের সতর্ক করে লিখেছেন যে দুর্ঘটনার ক্ষেত্রে এই ধরনের কাজ শিশু এবং তার বাবা উভয়ের জন্যই মারাত্মক হতে পারে।
তিনি আরও লিখেছেন, ''আমি নিশ্চিত যে এই বাবা তার মেয়েকে খুব ভালবাসেন। তবে আশা করি তিনি এবং অন্যান্য পিতামাতারা এই জাতীয় কার্যকলাপ থেকে নিজেদের দূরে রাখবেন।''
Looks adorable.
— Ashwin Rajenesh MD (@ashwinrajenesh) July 25, 2024
But in the event of a frontal collision and subsequent airbag deployment, the infant's skull would be accelerated at ~320km/hr 6-8 inches into the man's thoracic cage, killing both instantly.
Indian parents need a harsh reality check.pic.twitter.com/1KnhIDDwF5
চিকিৎসকের সঙ্গে একমত অনেক নেটনাগরিকই। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্যই দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে এক নেট নাগরিকের দাবি। অপর আর একজন লিখেছেন, তর্কের খাতিরে ধরে নিলাম ওই ভদ্রলোক দক্ষ চালক, কিন্তু রাস্তার অন্য কোনও চালক সামান্য ভুল করে বসলে এবং তা থেকে দুর্ঘটনা ঘটলে তো শিশুটির মারাত্মক ক্ষতি হতে পারে।
সমর্থন জানিয়ে তৃতীয় একজন লিখেছেন, ''গাড়িতে শিশু থাকলে বাড়তি সতর্ক হওয়া দরকার। একটি ভুল সিদ্ধান্ত এবং ভুল পুরো জীবন নষ্ট করে দিতে পারে।''
চতুর্থ একজন এরকমই একটি ঘটনার অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ''হঠাৎ ব্রেক করলে মারাত্মক ক্ষতি হতে পারে। আজও সেই ক্ষত বুকে বয়ে বেড়াচ্ছি। তরুণ বয়সে খুড়তুতো ভাইয়ের বাচ্চা সামনের সিটে আমার কোলে বসে ছিল। গাড়িটি একটি বড় গর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং শিশুটির মাথা ড্যাশবোর্ডে ধাক্কা খেয়েছিল।''
ভিডিওটি কোথায় এবং কখন তোলা হয়েছে তার বিস্তারিত এখনও জানা যায়নি। তবে সতর্কতা মূলক এই ভিডিও পোস্ট করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসককে ধন্যবাদ জানাচ্ছেন নেট নাগরিকরা।