শেষ আপডেট: 16th September 2024 13:19
দ্য ওয়াল ব্যুরো: ৯-৫টার ডিউটি করতে করতে ঘরের কাজের দিকে নজর দেওয়ার সময় অনেকেই পান না। ছেলেদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি দেখা যায়। অনেক বাড়িতে বাবাকে, দাদাকে বা বাড়ির কর্তাকে বাজারে পাঠালে ভাল করে বুঝিয়ে দিতে হয় ঠিক কী আনতে হবে। সবজি চেনার ক্ষেত্রেও স্বভাবতই বিপাকে পড়েন এই সব মানুষজন। সমস্যা এড়াতে মজার পদ্ধতি অবলম্বন করলেন এক মহিলা। সেই ছবিই ভাইরাল ইন্টারনেটে।
সম্প্রতি মোহন পারগায়েন নামে একজন প্রাক্তন আইএফএস (ইন্ডিয়ান ফরেন সার্ভিস) অফিসার একটি ছবি শেয়ার করেন তাঁর X হ্যান্ডেলে। ছবিতে যা তথ্য রয়েছে তা নিয়েই উঠেছে হাসির রোল। অনেকেই নিজেদের সঙ্গে মিল পেয়েছেন। অনেকে আবার মজা করে বলছেন, ছেলেদের এভাবেই বাজারে পাঠানো উচিত।
ছবি দেখলেই বোঝা যাবে সেটি একটি বাজারের লিস্ট। যেখানে মেথি, আলু, টমেটো, দুধ, পালং শাক-সহ বেশ কয়েকটি জিনিসের নাম লেখা রয়েছে। প্রত্যেকটা জিনিসের পাশে দেওয়া হয়েছে নির্দেশ। আলুর পাশে আঁকা আলুর নির্দিষ্ট মাপের ছবিও। ঠিক তেমন ভাবেই পালংয়ের পাশে লেখা ছোটো, ফুটো ছা়ড়া পাতা। সঙ্গে আঁকা পালংয়ের ছবিও। ডুস অ্যান্ড ডোন্টসের মতো করেই লেখা সমস্ত জিনিসের পুঙ্খানুপুঙ্খ তথ্য।
While going for market for vegetables my wife shared with me this???? stating that you can use this as a guide ???????????? pic.twitter.com/aJv40GC6Vj
— Mohan Pargaien IFS???????? (@pargaien) September 13, 2024
এই ছবি শেয়ার করে মোহন পারগায়েন লেখেন, এভাবেই তাঁর স্ত্রী তাঁকে বাজারে পাঠান। আর এই ক্যাপশন দেখেই কমেন্ট ভরে যায় পোস্টে। কেউ লেখেন, এভাবেই বাজারে পাঠানো উচিত। আবার কেউ লেখেন, নতুন নতুন যখন কেউ বাজারে যাচ্ছেন, তখন তাঁকে এভাবেই গাইড করা প্রয়োজন।
এখানেই শেষ নয়, বহু মানুষ বাজারের লিস্টটির বেশ প্রশংসাও করেছেন। যেমন নিপুনভাবে সমস্ত তথ্য লেখা হয়েছে তা দেখে বাহবা দিচ্ছেন অনেকেই।