শেষ আপডেট: 9th August 2024 16:37
দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতির গ্রাসে সারা বিশ্ব। নিত্যদিনই কোথাও না কোথাও প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। কেরলের ওয়ানাড় যার জ্বলজ্যান্ত উদাহরণ। কোথাও ধস কোথাও বা বন্যা ভয়াবহ আকার ধারণ করছে। পরিসংখ্যানের নিরিখে বেড়েছে ঝড়ের সংখ্যাও। পরিস্থিতির জন্য জলাজমি বুজিয়ে বা বনভূমি ধ্বংস করে যথেচ্ছহারে কংক্রিটের বহুতল তৈরি করাকে দায়ী করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
এর হাত থেকে নিস্তার পেতে তাই শহরাঞ্চলের রাস্তার দু'দিকে গড়ে তোলা কংক্রিটের ফুটপাত ভেঙে ফেলছেন বেলজিয়াম এবং ফ্রান্সের বাসিন্দারা। পরিবর্তে সেখানে তাঁরা পথচারীদের চলাচলের জায়গা ছেড়ে রাস্তার দুদিকে লাগাচ্ছেন গাছ।
বাসিন্দাদের কথায়, প্রকৃতি বাঁচলে তবে তো আমরা বাঁচব! তাই প্রকৃতিকে রক্ষা করতেই ফুটপাত ভেঙে ফেলার উদ্যোগ।
বাসিন্দাদের এই কর্মকাণ্ডের একটি ভিডিও সম্প্রতি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন স্যাম বেন্টলি নামে এক পরিবেশ প্রেমী। পরিবেশ সচেতনতার ওই ভিডিও ইতিমধ্যে ভাইরাল।
ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে পরিবেশের সপক্ষে সওয়াল করে বাসিন্দারা বলছেন,যত বেশি গাছ থাকবে তত মাটির শক্তি বৃদ্ধি হবে। তাতে একদিকে যেমন ভারী বৃষ্টিতেও বন্যা রোধ করা যাবে তেমনই তাপদাহের হাত থেকেও রক্ষা পাওয়া যাবে। বাঁচবে বন্যপ্রাণ। তাতে শহুরে পরিবেশের মানসিক স্বাস্থ্যও উন্নত হবে।
ভাইরাল ভিডিও-র পোস্টে নেট নাগরিকদের কেউ কেউ কৌতূহলের বশে জানতে চেয়েছেন, বেলজিয়াম, ফ্রান্সের মতো বোধদয় বাকি বিশ্বের হবে কবে?