শেষ আপডেট: 7th March 2023 14:38
দ্য ওয়াল ব্যুরো: বেড়াতে অথবা কাজে শহরের বাইরে যেতে হলে অনেকেরই প্রথম পছন্দ দুরপাল্লার ট্রেন (train)। আর ট্রেনের শেষ কোচে যে 'এক্স' চিহ্ন (cross sign) থাকে তাও নজর এড়ায় না। কিন্তু এই 'এক্স' চিহ্নের মানে কী!
প্রশ্নটা অনেককেই ভাবায়। কিন্তু এর উত্তর সঠিক ভাবে জানেন না অনেকেই। সম্প্রতি রেলওয়ে মন্ত্রক জট কাটিয়েছে এই রহস্যের। টুইট করে উত্তর জানিয়েছে তারা।
রেলওয়ে মন্ত্রকের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, একটি ট্রেন তার সবক'টি বগি সমেত পেরিয়ে যাচ্ছে কোনও স্টেশন, 'এক্স' চিহ্নটি আসলে তারই প্রতীক। তাই ট্রেনের একেবারে শেষ বগিতে এঁকে দেওয়া হয় এই 'এক্স' চিহ্ন। যার অর্থ, এর পরে আর কোনও কামরা নেই।
তবে তা তো ট্রেন দেখেই বোঝা যাবে, যে গোটা ট্রেন পেরিয়ে গেল। সেক্ষেত্রে ওই চিহ্ন আলাদা করে দেওয়ার কী অর্থ? আদতে, কোনও বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হল কিনা, তা সুনিশ্চিত করার জন্যই এই চিহ্ন ব্যবহার করা হয় ট্রেনে। কোনও ট্রেন যদি এই চিহ্ন ছাড়াই পেরিয়ে যায়, তাহলে বুঝতে হবে, ট্রেনের শেষ কামরা সেটি নয়!
টুইটারে বিপুল সাড়া ফেলেছে এই টুইটটি। এই অজানা তথ্য জানার পরে কয়েক হাজার লাইক-কমেন্ট-শেয়ারে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
ফের আসছে 'ধুম', এবার নায়ক শাহরুখ! জন, হৃতিক, আমিরের পরে বুড়ো হাড়ে খেলবেন 'পাঠান'