শেষ আপডেট: 29th September 2024 18:25
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার বাজারে আজ সকলেই শরীর সচেতন। ফেসবুক, ইনস্টা খুললেই জিমের গা গরম করা ভিডিও। কেউ শাড়ি পরে পুশ আপ করছেন তো কেউ এথনিক জামা কাপড়ে চেস্ট প্রেস বা লেগ প্রেস করছেন। কিন্তু উত্তরপ্রদেশের এই ঘটনা বিরল। খালি গায়ে সাইনবোর্ডে উঠে পুল আপ করে ফেললেন ব্যক্তি। সেই ভিডিও রেকর্ডও হল নিপুণ ভাবে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, উত্তরপ্রদেশের আমেঠিতে ৯৩১ নম্বর জাতীয় সড়কে একটি উঁচু সাইনবোর্ডে পুল আপ করছেন এক ব্যক্তি। রাস্তা থেকে প্রায় ১০ ফুট উপরে। নিচে দিয়ে চলে যাচ্ছে গাড়ি। দেখে মনে হতে পারে মহাশূন্যে শরীর চর্চায় ব্যস্ত তিনি।
ভিডিও-তে দেখা যায়, ওই সাইনবোর্ডে তিনি যে একা চড়েছেন, এমন না। সঙ্গে আরেকজনকেও নিয়েছেন। যিনি তাঁর শরীর চর্চার ভিডিও করছেন। গোটা ভিডিওর পিছনে বাজছে, পাঞ্জাবের বিখ্য়াত গায়ক প্রয়াত সিধু মুসেওয়ালার গান।
বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। আমেঠি পুলিশের তরফে জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখছে তারা। যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।