শেষ আপডেট: 6th September 2022 10:37
দ্য ওয়াল ব্যুরো: লিফ্টের ভিতরে আগে থেকেই দাঁড়িয়ে ছিল খুদে পড়ুয়া (kid)। এমন সময় পোষা কুকুরকে (pet dog) সঙ্গে নিয়ে লিফ্টের (lift) ভিতরে ঢুকলেন এক মহিলা (woman)। একবার নয়, ব্যাগ কাঁধে ওই ছোট্ট পড়ুয়াকে লিফ্টের মধ্যেই তেড়ে এসে দু'বার কামড়ে দেয় (bites) কুকুরটি। তাকে যন্ত্রনায় ছটফট করতে দেখেও ভাবলেশহীন হয়ে দাঁড়িয়ে রইলেন মহিলা। তারপর লিফ্টের দরজা খুলতেই নিরুত্তাপভাবে গটগট করে হেঁটে বেরিয়ে গেলেন তিনি!
সম্প্রতি এমনই মারাত্মক এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে, যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। আকাশ অশোক গুপ্তা নামে এক ব্যক্তি টুইটারে শেয়ার করেছেন ভিডিওটি। জানা গেছে, সেটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি আবাসনের লিফ্টের সিসিটিভি ফুটেজ। 'লিফটের ভিতর একটা বাচ্চাকে একজনের পোষা কুকুর কামড়ে দিচ্ছে, আর বাচ্চাটিকে যন্ত্রণা পেতে দেখেও তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কুকুরটির মালিক। কেউ দেখার নেই বলে কি মূল্যবোধও হারিয়ে গেছে?' ভিডিওর ক্যাপশনে লিখেছেন আকাশ।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, আগে থেকেই লিফ্টের মধ্যে ছিল বছর দশেকের একটি শিশু। তারপর চেন দিয়ে বাঁধা পোষা কুকরকে নিয়ে লিফ্টের মধ্যে প্রবেশ করেন এক মহিলা। ছেলেটি বন্ধ লিফ্টের দরজার দিকে এগিয়ে যাওয়া মাত্রই তেড়ে গিয়ে তার পায়ে কামড়ে দেয় কুকুরটি। যন্ত্রনায় একটি পা তুলে দাঁড়িয়ে লাফাতে শুরু করে ছেলেটি। কিন্তু সব দেখেও নিরুত্তাপ ছিলেন কুকুরের মালকিন। তাঁকে ন্যূনতম সহানুভূতিও প্রকাশ করতে দেখা যায়নি। এরপর লিফ্টের দরজা খোলার পর বেরিয়ে যান ওই মহিলা। সেই সময় আবার ছেলেটিকে কামড়ানোর চেষ্টা করে কুকুরটি।
https://twitter.com/peepoye_/status/1566986991832793092?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1566986991832793092%7Ctwgr%5Ef9f94da3ab629c5a7277b0bed3a890f4953d9ffd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fvideo-pet-dog-bites-child-in-ghaziabad-housing-society-lift-case-registered-3319822
ঘটনার ভিডিও প্রকাশ পেতেই রাগে ফেটে পড়েছেন নেটিজেনরা। ইদানিং মানবিকতা এবং সহমর্মিতা হারিয়ে যাচ্ছে মানুষের মন থেকে, দাবি তাঁদের। ভিডিওটি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পুলিশও। শিশুটির বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে কুকুরটির মালকিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে গাজিয়াবাদ পুলিশ।
বিন্নাগুড়ি সেনা ছাউনির হাসপাতালে ঢুকে পড়ল হাতি! ভাইরাল ভিডিও