Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সাইপ্রাস সফরে মোদীর উপহার: ফার্স্ট লেডির জন্য রুপোর পার্স, প্রেসিডেন্টকে কাশ্মীরি গালিচাজানোয়ারের খাবার, 'অখাদ্য বিরিয়ানি' স্পাইস জেটের কর্মীকে খেতে বাধ্য করলেন ক্ষুব্ধ যাত্রীরাইজরায়েলের ছায়াযুদ্ধ: কীভাবে কাজ করে তাদের গোয়েন্দা সাম্রাজ্যপ্রেমে নাকি ভাঙন! মুম্বইয়ের রাস্তায় কার হাতের ছবি দিয়ে ভালবাসার উদযাপন দেবের? Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দিঘার হোটেল নিয়ে পুলিশের বড় পদক্ষেপউজ্জ্বল, দাগমুক্ত ত্বকের গোপন রহস্য বিটরুটের আইস কিউব! ভাইরাল এই দাবি কি সত্যি?মিঠুনের প্রথম স্ত্রীও ছিলেন অভিনেত্রী, চার মাসের বিয়ে থেকে পেয়েছিলেন চার দশকের যন্ত্রণাবাড়িতে একা থাকলেই ‘রবীন্দ্রনাথ’ হয়ে যেতাম: প্রিয়াংশু পুজোর থিম অপারেশন সিঁদুরবাংলার দুয়ারে ঘূর্ণাবর্ত! বড় আপডেট শোনাল আলিপুর
Man Slams Pakistan

'ভারতের প্রত্যাঘাতের অধিকার আছে' অপারেশন সিঁদুরকে সমর্থন করে সরকারকে তুলোধনা পাক নাগরিকের

নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেছেন অভয়। তিনি বলেন, "একজন পাকিস্তানি হয়েই সোজাসাপটা বলতে চাই ভারতের পাল্টা আক্রমণ করার অধিকার আছে।"

'ভারতের প্রত্যাঘাতের অধিকার আছে' অপারেশন সিঁদুরকে সমর্থন করে সরকারকে তুলোধনা পাক নাগরিকের

ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 14 May 2025 15:29

দ্য ওয়াল ব্যুরো: নিজের দেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে ভারতের 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানকে সমর্থন  করলেন এক পাক নাগরিক (Pakistani Citizen)। ভিডিও-তে স্পষ্ট জানালেন, 'ভারতের সম্পূর্ণ অধিকার রয়েছে প্রত্যাঘাত করার।'  

নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেছেন অভয়। তিনি বলেন, "একজন পাকিস্তানি হয়েই সোজাসাপটা বলতে চাই ভারতের পাল্টা আক্রমণ করার অধিকার আছে।  প্রথমে তাদের (ভারত) নিরীহ মানুষদের ওপর হামলা চালাবে, তারা পাল্টা জবাব দিলেই আপনারা (পাকিস্তান) হঠাৎ করে শান্তি, মানবিকতার কথা তুলে ধরবেন। পহেলগামে যখন ২৬ জনকে নির্মমভাবে হত্যা করা হল তখন আপনাদের এই প্রতিক্রিয়া কোথায় ছিল?"

৭ মে, বুধবার ভোররাতে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে প্রত্যাঘাত করে ভারত। 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানকে বিনা প্ররোচনায় হামলা হিসেবে উল্লেখ করে। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় নিজের দেশকে কার্যত তুলোধোনা অভয়ের।

তিনি আরও বলেন, "ভারত কিংবা পাকিস্তান-কেউ যুদ্ধ চায় না। কিন্তু যখন আপনি নিজের দেশেই সন্ত্রাসকে জায়গা করে দেবেন, আর একটা সময় তা ঘুরে আপনার কাছেই ফিরে আসবে, অবাক হবেন না। নিজেদের মানুষের প্রাণ না যাওয়া পর্যন্ত শান্তির প্রচার করা সহজ।"

সীমান্তে যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে ওই ইনস্টাগ্রাম ব্যবহারকারী বলেন, "ভারত কখনওই এর সূচনা করেনি। তারা কেবল প্রতিক্রিয়া দিয়েছে। আমার কাছে অপারেশন সিঁদুর যুদ্ধের শুরু নয়, এটাই হল ন্যায়বিচার। একজন পাকিস্তানি হিন্দু হিসেবে আমার এইটুকুই বলার ছিল। জয় হিন্দ।" ভিডিও-র ক্যাপশনেও অভয় 'ভারত মাতা কি জয়' 'জয় হিন্দ' 'ইন্ডিয়া' হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।

২২ এপ্রিল পহেলগামে (Pahalgam Terror Attack) হিন্দু পর্যটকদের গুলি করে হত্যা করে জঙ্গিরা। কয়েক ঘণ্টার মধ্যেই দায় স্বীকার করে লস্কর-ই-তইবার শাখা সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট'। ৭ মে জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তইবার ঘাঁটি সহ ৯ জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় 'অপারেশন সিঁদুর'। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, ২৫ মিনিটের অভিযানের ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে।

এই অভিযানের পর জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir), পাঞ্জাব, রাজস্থানের সীমান্ত এলাকায় পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলা প্রতিহত করেছে ভারত (India)। তিনদিন পর গত শনিবার দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়। যদিও এর কয়েকঘণ্টার মধ্যেই বিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালায় পাকিস্তান। তবে জানা গিয়েছে, গত দুদিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।


ভিডিও স্টোরি