
দ্য ওয়াল ব্যুরো: ৭৬ বছরে পা দিয়েছে ভারতের স্বাধীনতা (Independence Day)। দেশজুড়ে তাই উৎসবের আমেজ। স্বাধীনতা দিবসের বর্ষপূর্তি উদযাপনে মেতে উঠেছেন আট থেকে আশি সকলে। আর সেই ১৫ অগস্টের দিনে কাঁটাতারের ওপার থেকে ভেসে এল মধুর শুভেচ্ছা।
পাকিস্তানের (Pakistan) জনপ্রিয় মিউজিশিয়ান সিয়াল খান (Siyal Khan)। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এপারের ভক্ত-অনুরাগীদের জন্য তিনি পাঠিয়েছেন বিশেষ উপহার। মূলত রবাব (Rabab Artist) বাদ্যযন্ত্রে পারদর্শী তিনি। নিজের দেশে এবং দেশের বাইরে তাঁর প্রচুর শ্রোতা রয়েছে। সেই রবাবের সুরে ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়েছেন সিয়াল। স্বাধীনতা দিবসের আবহে সেই ভিডিও রাতারাতি ভাইরাল। রবাবের মধুর সুরে বেজে উঠেছে ‘জনগণমন অধিনায়ক জয় হে’। পাকিস্তানি মিউজিশিয়ানের কাছ থেকে আজাদির এমন উপহার সত্যিই অমূল্য, ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
ভিডিওতে সিয়াল খানকে রবাব বাজাতে দেখা গেছে। আর ব্যাকগ্রাউন্ডে ফুটে উঠেছে সবুজ প্রকৃতির ঝলক। কোনও এক পাহাড়ে বসে এমন রবাব বাজিয়েছেন সিয়াল, ভিডিওতেই তা স্পষ্ট। তাঁর বাজনার সুরে যেমন নেটিজেনরা মুগ্ধ হয়েছেন, তেমন সকলকের মন কেড়েছে ব্যাকগ্রাউন্ডের সবুজ মাখা প্রকৃতি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিয়াল লিখেছেন, বর্ডারের ওপারে যাঁরা আমার বাজনা শোনেন, এটা তাঁদের জন্য একটা উপহার। ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবসে পাকিস্তানি শিল্পীর এই উপহার নিঃসন্দেহে দুই দেশের যাবতীয় ভেদাভেদ ভুলিয়ে দেয়, আরও একবার মনে করিয়ে দেয় সম্প্রীতির বাণী।
আরও পড়ুন: উঁচু ড্রামে উঠে পতাকা তুলছেন মহিলা! তাঁকে শক্ত করে ধরে বৃদ্ধ, স্বাধীনতা দিবসের মনকাড়া ছবি