Latest News

Optical Illusion: এ নদী বইছে কোন দিকে? ছবি দেখে বলতে পারেন?

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে দৃষ্টিভ্রমের খেলায় মেতে উঠেছে সোশ্যাল মিডিয়া। অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) এখন ইন্টারনেটের নতুন ট্রেন্ড। এক একটা ছবি মানুষকে কতটা দ্বিধাগ্রস্ত করে তুলতে পারে, এই ইলিউশনের খেলা তারই পরিচয় দেয়, পরীক্ষা নেয় মানুষের দেখার ধরনের। সম্প্রতি ভাইরাল হওয়া একটা নদীর ছবি নিয়েও বেশ অস্বস্তিতে পড়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন: ট্র্যাভেলরদের স্বপ্ন নর্ডিক রিজিয়ন! অনিন্দ্যসুন্দর প্রকৃতির হাতছানি এড়ানোই দায়

কী আছে সেই ছবিতে?

সাধারণ একটা বহমান নদীর ছবি। হয়তো কোনও এক পাহাড়ি ঝর্না থেকেই তার উৎপত্তি (Optical Illusion)। পাহাড়ের কোল বেয়েই বয়ে চলেছে গন্তব্যের দিকে। কিন্তু প্রশ্ন হল, গন্তব্য কোন দিকে? ঠিক কোন অভিমুখে বইছে এই পাহাড়ি নদী?

এই প্রশ্নের মুখে এসেই হোঁচট খাচ্ছেন সকলে। ছবির দৃষ্টিভ্রম এমনই যে তার দিকে তাকালে কোনও স্থির সিদ্ধান্তে আসা যাচ্ছে না। বাঁ দিক থেকে দেখলে মনে হচ্ছে নদী বয়ে যাচ্ছে ডান দিকে। আবার ডান দিক থেকে দেখলে মনে হচ্ছে নদীর গন্তব্য বাঁ দিকে।

আসলে এই ছবিতে নদীর অভিমুখ স্পষ্ট নয়। পারিপার্শ্বিকও এমনভাবে তৈরি যাতে স্পষ্ট করে বোঝা না যায় জল কোন দিকে বইছে।

You might also like