Latest News

এই ছবিতে মোট কটা ত্রিভুজ আছে? ভাল করে গুনে দেখুন তো

দ্য ওয়াল ব্যুরো: অপটিক্যাল ইউলিশন (Optical Illusion) মানে চোখের খেলা। আজকাল সেই খেলাতেই মেতেছে সোশ্যাল মিডিয়া। শুধু চোখ নয়, কখনও কখনও অপটিক্যাল ইলিউশন বুদ্ধির পরীক্ষাও নেয়। সম্প্রতি তেমনই এক ছবি কঠিন প্রশ্নের মুখে ফেলেছে নেটিজেনদের।

একটি বড় আকারের ত্রিভুজের মাঝেই লুকিয়ে প্রশ্ন। এই জ্যামিতিক চিত্রটি শুধু ত্রিভুজেই সীমাবদ্ধ নেই। এর মধ্যে আঁকা রয়েছে আরও অনেকগুলো ছোট ছোট ত্রিভুজ। এখন প্রশ্ন হল ঠিক ক’টি ত্রিভুজ রয়েছে এই ছবির মধ্যে?

ছবিটা দেখতে সহজ, প্রশ্নটাও শুনতে কঠিন লাগে না। কিন্তু এর উত্তর বেশ কঠিন, বলাই বাহুল্য। কারণ কেবল ১ শতাংশ মানুষই এই প্রশ্নের এক্কেবারে সঠিক উত্তরটি দিতে পেরেছেন এক চান্সে।

সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গেছে। প্রচুর মানুষ সেখানে গিয়ে নিজের নিজের অভিমত জানাচ্ছেন। কেউ বলছেন ছবিতে একটাই মাত্র ত্রিভুজ রয়েছে। বাকিগুলো একটাও ত্রিভুজাকৃতি নয়। আবার কেউ কেউ তো এও বলেছেন, ছবিতে তাঁরা ১০০টি ত্রিভুজ দেখতে পেয়েছেন।

আরও পড়ুন: পাঁচ-পাঁচটা ছবি লুকিয়ে এই ইলিউশনে! অনেক ভেবেচিন্তে বানিয়েছেন মনোবিদরা, প্রথমে কী দেখলেন?

তাহলে আসল উত্তরটা কী?

এই ছবিতে রয়েছে মোট ১৮টি ত্রিভুজ।

আরও পড়ুন: এই ইলিউশনে লুকিয়ে মস্ত একটা ধোঁকা! প্রেমের পছন্দ-অপছন্দের হদিশ মিলবে এখানেই

You might also like