শেষ আপডেট: 22nd March 2025 12:47
দ্য ওয়াল ব্যুরো: ‘রোজ কত কী ঘটে যাহা-তাহা…’। ইন্টারনেটের জমানায় নিত্যনতুন ঘটনা সামনে আসতে থাকে আমাদের। এবারে তোলপাড়ের কারণ একটা ডিম (Egg)। রসগোল্লা গোল হয়, ফুটবলও গোলাকার হয়, কিন্তু আমরা এর আগে কোনওদিন শুনেছি যে ডিমও গোল (Round egg) হতে পারে! চর্চার বিষয় এটাই এখন, ইংল্যান্ডের সমারসেট-ডেভন সীমান্তের ফেনটন ফার্মে (Fenton farm) অ্যালিসন গ্রিনের হাতে এসেছে এমন এক ডিম যা একটি অকশনে ৫০০ ইউএস ডলারে (500 USD বিক্রি হয়েছে, ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩ হাজার টাকা (43,000 Rupees)। দশ কোটিতে একমাত্র ঘটনার সাক্ষী রইল ইংল্যান্ডের ওই ফার্ম।
এই অদ্ভুত ডিম লক্ষ্য করার পর অ্যালিসন গ্রিন ডিমটাকে নিলামে (Auction) পাঠাবার কথা ভাবেন। সূত্রের খবর, বার্নিস হ্যাম্পটন লিটিলউড নিলামদারের কাছে ৫০০ ইউএস ডলারে বিক্রি হয়। পুরো টাকাটাই চ্যারিটিতে যাবে, এটাই উদ্দেশ্য।
অ্যালিসন গ্রিন, যিনি ওই ফার্মের দেখাশোনার কাজে নিযুক্ত, আগের বছর ডিসেম্বরে এরকমই একটা ডিম নিলামে ওঠার খবর শুনেছিলেন। বসের কাছ থেকে গ্রিন সিগনাল পাওয়ার পর তিনি সেটি চ্যারিটির উদ্দেশ্যে অকশনে পাঠাবার সিদ্ধান্ত নেন। ততদিন ডিমটিকে যত্নে প্রিসার্ভ করেও রাখেন। যদিও তিনি ভাবেননি ডিম থেকে এত টাকা পাওয়া যেতে পারে, যদি সেরকম টাকা না পাওয়া যায়, তাহলে নিজের কাছেই রেখে দেবেন, এমনটাই মাথায় ঘুরছিল তাঁর।
তিন বছর ধরে তিনি ফেনটন ফার্মে কাজ করছেন, অজস্র ডিম ঘাঁটাঘাঁটি করেছেন। তার মধ্যেই এই গোল ডিম প্রথমবার চোখে পড়ল তাঁর।