শেষ আপডেট: 3rd September 2024 20:08
দ্য ওয়াল ব্যুরো: মাঝে চলে গেছে ২৫ বছর। শহরের ধুলোমাখা রাস্তাঘাট, পুরনো বাড়ির দেওয়াল বা কলকাতার চেনা গন্ধ পাল্টেছে অনেকটাই। পাল্টেছে উত্তর কলকাতার পুরনো বাড়ি ঘর, বদলে জায়গা করেছে বহুতল। এই চেনা কলকাতার চিত্র আর আজকের কলকাতাকে চেনার মাঝেই শিল্পীর ক্যামেরায় ধরা পড়েছে তিলোত্তমার নানা রূপ। যে রূপ তিনি শুধু ক্যামেরাবন্দি করেই রাখেননি, ফ্রেমে বাঁধিয়ে তুলে ধরেছেন জনসাধারণের জন্য। মুম্বইবাসী হলেও অম্বরনাথ সিংহর এই সমস্ত ছবির প্রদর্শনী হয়ে গেল তাঁর জন্মস্থান কলকাতায়।
শহরের সঙ্গে নাড়ির টান ভোলার নয়, তাঁর কথায় বার বার উঠে আসছিল এই লাইনটি। ২৫ বছর আগে কলকাতা ছেড়ে স্বপ্ননগরীতে গিয়ে আজ তিনি বিনোদন জগতে প্রতিষ্ঠিত। সফল তথ্যচিত্র পরিচালক সঙ্গে নাম করেছেন অ্যানিমেশন জগতেও। টেলিভিশন, বিজ্ঞাপন জগতে তাঁর অবাধ যাতায়াত।
এতকিছুর পরও প্রদর্শনীর স্থান হিসেবে কেন কলকাতাই? সঙ্গীত শিল্পী নীল ডায়মন্ডের গান "আই সেড, আই অ্যাম" উদ্ধৃত করে তাঁর সাফ জবাব, "এক সময় দ্বন্দ্ব ছিল তিনি কি শুধুই প্রবাসী নাকি এখনও এই শহরে! এখন আর সেই দ্বন্দ্ব নেই। নাড়ির টান এখানেরই।" অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে হল তাঁর প্রদর্শনী 'লস্ট অ্যান্ড ফাউন্ড'। কলকাতা ও হাওড়া সঙ্গে হাওড়া ব্রিজের নতুন পুরনো একাধিক ছবি স্থান পেয়েছে সেখানে। স্মৃতির পাতায় চোখ বোলাতে বোলাতে অম্বরনাথ জানান, বাবা স্বর্গীয় রণেন্দ্রনাখ সিংহ ছিলেন গভর্নমেন্ট আর্ট অ্যান্ড ক্র্যাফট কলেজের কৃতি ছাত্র। হাতেখড়ি সেখানেই।
২৭ অগাস্ট থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন অশোক বিশ্বনাথান। চলে ২ সেপ্টেম্বর পর্যন্ত। মা'কে উৎসর্গ করেই এই প্রদর্শনীর আয়োজন করেন শিল্পী।