শেষ আপডেট: 9th March 2025 13:51
দ্য ওয়াল ব্যুরো: ছুটির আবেদন বারবার নাকচ হওয়ায় অসুস্থ অবস্থাতেই স্কুলে উপস্থিত হতে বাধ্য হলেন ওড়িশার এক স্কুলের শিক্ষক। হাতে আইভি ড্রিপ লাগানো অবস্থাতেই তাকে কাজে যেতে হয়েছে। এই ঘটনার কথা সামনে আসতেই শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে।
বোলাংগির জেলার এক স্কুলের গণিত শিক্ষক প্রকাশ ভোই দাবি করেছেন, গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও স্কুলের প্রধান শিক্ষিকা বিজয়লক্ষ্মী প্রধান তাঁকে ছুটি নিতে দেননি। বাধ্য হয়ে তিনি আইভি ড্রিপ নেওয়া অবস্থাতেই স্কুলে যান।
প্রকাশ ভোই জানান, তাঁর দাদু মারা গিয়েছেন সদ্য। দাদুর শেষকৃত্যের পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বিশ্রামের জন্য ছুটির আবেদন করেন। কিন্তু প্রধান শিক্ষিকা তাঁর অনুরোধ নাকচ করে দেন। টাকার অভাবে তিনি প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারেননি। এরপর তাঁকে জেলা শিক্ষা কর্মকর্তা (DEO) ও জেলা প্রকল্প সমন্বয়কের (DPC) কার্যালয়ে যেতে বলা হয়, যেখানে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়।
ভোই বলেন, 'সরকারি হাসপাতাল দূরে ছিল, আর বেসরকারি হাসপাতালে যাওয়ার মতো টাকা ছিল না। ইউপিআইও কাজ করছিল না। তাই ডাক্তার না দেখিয়েই স্কুলে ফিরে আসতে হয় এবং বিকেল পর্যন্ত কাজ করতে হয়।'
পরের দিনও ওষুধ খাওয়ার পরও তার অবস্থার উন্নতি হয়নি। ফের ছুটির আবেদন করলে প্রধান শিক্ষিকা তা প্রত্যাখ্যান করেন এবং পরীক্ষার প্রস্তুতির অজুহাত দেখান। কোনও উপায় না পেয়ে ভোই চিকিৎসকের কাছ যান এবং আইভি ড্রিপ নিয়ে সোজা স্কুলে যান।
অবশেষে সহকর্মীরা তাঁর অবস্থা দেখে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ ঘটনার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পাটনাগড় ব্লক শিক্ষা আধিকারিক প্রসাদ মাঝি জানান, 'ওই শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেছিলেন। তিনি অভিযোগ করছেন যে তাকে ছুটি দেওয়া হয়নি। আমরা বিষয়টি তদন্ত করছি। যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
এই ঘটনায় শিক্ষাপ্রশাসনের ভূমিকা ও শিক্ষকদের প্রতি আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠানে মানবিকতা ও কর্মীদের প্রতি সংবেদনশীলতা বজায় রাখা কতটা জরুরি, তা ফের একবার সামনে এল।