শেষ আপডেট: 23rd March 2023 10:20
দ্য ওয়াল ব্যুরো: অন্দরমহলের সুখের গোপন চাবিকাঠিই হল পুরুষ-নারীর যৌনতার (sex) খুঁটিনাটি। সারাদিন কাজের শেষে ঘরে ফিরে নিজের সঙ্গী অথবা সঙ্গিনীর সঙ্গে শারীরিক খেলায় মেতে উঠলে ভুলে যাওয়া যায় কাজের স্ট্রেস, বসের বকুনি, বাসে সহযাত্রীর রুক্ষ ব্যবহার এই সবকিছুই।
তবে, যৌনতাকে অন্য মাত্রা দিতে গেলে শুধু যৌন মিলনই যথেষ্ট নয়। বরং, যৌনতার শেষ ধাপে পৌঁছনোর আগে যথেষ্ট সময় নিয়ে সঙ্গীকে আদর (foreplay) করলে তবেই তৃপ্তির মাত্রা অন্য রূপ নিতে পারে। আর এই যৌনতা-পূর্ববর্তী আদরের ৯টি কৌশল (hacks) জেনে রাখলে বিছানায় সঙ্গীকে সন্তুষ্ট করার পথ হয়ে যাবে অনেক সহজ।
১. গৃহসজ্জা
সঙ্গীর সঙ্গে যৌনতায় মেতে ওঠার সেরা স্থান যে বাড়ির শোয়ার ঘরটি। তবে ঘরের প্রধান আকর্ষণ যে বিছানাটি, সেখানকার চাদর, ঘরের পর্দা এগুলির রং ফ্যাকাশে হলে আদরের আগেই মুড বিগড়ে যাওয়ার সম্ভাবনা। ফলে, সুন্দর করে বিছানাটি সাজিয়ে রাখলে, ঘরের দেওয়ালে যৌন আকর্ষক ছবি ঝোলালে, আদরের মুহূর্তটি হয়ে উঠবে মনে রাখার মতো।
২. ইন্দ্রিয় সুখ
শারীরিক সুখের প্রধান চাবিকাঠি ইন্দ্রিয় সুখ। সঙ্গীর স্পর্শ, প্রিয় গন্ধ এগুলি যৌনতার উত্তেজনাকে বাড়িয়ে তুলতে উদ্দীপক হিসেবে কাজ করে। সেই কারণেই প্রিয় সুগন্ধী, শরীরের বিশেষ স্থানে সঙ্গীর স্পর্শ, যৌনাকাঙ্ক্ষী মানুষকে পৌঁছে দিতে পারে সুখের দোরগোড়ায়।
৩. পোশাক
যৌনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গীর পোশাক খোলা। আর এক্ষেত্রে অযথা তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সময় নিয়ে এই ধাপটি পেরোনোই ভাল। এতে উত্তেজনার পারদটি ধীরে ধীরে চড়তে থাকে।
৪. সাহিত্য
সাহিত্যে আগ্রহী যুগলের শারীরিক চাহিদার ক্ষেত্রেও সাহিত্য বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এমন যুগলের ক্ষেত্রে শারীরিক কামনা বাড়ানোর জন্য একইসঙ্গে যৌনগন্ধী সাহিত্য পড়া যৌনতা শুরুর একটি অন্যতম ধাপ হতে পারে।
৫. কথোপকথন
সাধারণ জীবনে সকলেই যৌনগন্ধী কথাবার্তা এড়িয়ে চলেন। তবে, বিছানায় সঙ্গীর উত্তেজনা বাড়ানোর জন্য চটুল যৌনতা বিষয়ক কথাবার্তা বললে হরমোন ক্ষরণ বাড়বে। পাশাপাশি, মিলনের আনন্দও দীর্ঘস্থায়ী হবে।
৬. খাওয়াদাওয়া
সম্পর্কের ক্ষেত্রে দু'জনের প্রিয় খাবার পরস্পরকে খাইয়ে দেওয়া ভালবাসার মধুর এক প্রকাশ। ফলে যৌনতার ক্ষেত্রেও ভালবেসে সঙ্গী বা সঙ্গীনিকে খাইয়ে দিলে তা পরবর্তীতে যৌনতার আগ্রহকে আরও বাড়িয়ে তুলবে।
৭. অভিনব পদ্ধতি
মিলনের ক্ষেত্রে বিছানায় নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করেন অনেক দম্পতি। আর প্রতিদিন যৌনতার ক্ষেত্রে এমন পরীক্ষা নিরীক্ষা সম্পর্ককে তো মজবুত করেই, পাশাপাশি বাড়িয়ে দেয় প্রতিদিন মিলনের আকাঙ্ক্ষা।
৮. সাজগোজ
যুগলের সাজপোশাক কেমন হবে এই বিষয়টি সাধারণত সঙ্গী বা সঙ্গিনীর নির্ধারণ করে দেওয়াই ভাল। এতে যৌনতার সময়ে সঙ্গীর প্রিয় সাজ আরও বাড়িয়ে তুলবে কামনা।
৯. দৈনিক আদর
ছুটির দিনগুলিতে সারাদিনই যৌনতায় মেতে থাকতে পছন্দ করেন অনেক যুগল। সেক্ষেত্রে নানারকম যৌনতা বিষয়ক খেলা সারাদিনটাকেই করতে পারে আকর্ষণীয়।
পুরুষাঙ্গের ক্ষমতা বাড়াবে 'ফিলার ইঞ্জেকশন'! ভায়াগ্রা নেওয়ার দরকারই পড়বে না