সংগৃহীত চিত্র
শেষ আপডেট: 10th December 2024 18:18
দ্য ওয়াল ব্যুরো: অ্যাডলফ হিটলারের উত্থান, ৯/১১ হামলা বা কোভিড-১৯, যা ভবিষ্যদ্বাণী করেছেন মিলে গেছে হুবহু। কয়েক হাজার বছর আগেই বলে দিয়েছিলেন কবে কী হতে পারে পৃথিবীতে। আর ক'দিন পরই নতুন বছরে পা রাখব আমরা। কেমন কাটবে সে বছর? সে কথাও ১৫৫৫ সালে প্রকাশিত তাঁর সবচেয়ে বিখ্যাত বই 'লেস প্রফেটিস'-এ লিখে দিয়ে গেছেন ফরাসি ভবিষ্যৎ বক্তা নস্ত্রাদামুস।
বিভিন্ন গবেষক ও সমীক্ষা নস্ত্রাদামুসের বলা কথা বিশ্লেষণ করে জানিয়েছেন যে, ২০২৫ সালে পৃথিবী কিছু ভয়ঙ্কর ঘটনা দেখবে, যার মধ্যে গ্রহাণুর সংঘর্ষ বা ইংল্যান্ডে মহামারী অন্যতম।
নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শেষ ২০২৫-এ?
নস্ত্রাদামুস ২০২৪ সালের ভবিষ্যদ্বাণীতে এক যুদ্ধের কথা উল্লেখ করেছিলেন, তবে ২৫-এর ভবিষ্যদ্বাণীতে তেমন কিছু উল্লেখ নেই। তিনি বলেছিলেন, যুদ্ধে লিপ্ত দেশ আর্থিক অনটনে পড়তে পারে, সেনারাও পিছিয়ে যেতে পারে এবং তার ফলে যুদ্ধে বিরতি আসবে। এর সঙ্গেই 'গ্যালিক ব্রাস' ও 'চাঁদের এক চিহ্ন'-র কথা উল্লেখ করেন। যা দেখে নেটিজেনদের অনেকেই মনে করছেন, ফ্রান্স ও তুরস্ক সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।
নতুন মহামারী ও যুদ্ধের ফলে ২০২৫-এ ইংল্যান্ডের ওপর অন্যরকম চাপ পড়তে পারে বলেও উল্লেখ করেন তিনি। বাড়তে পারে প্লেগের মতো রোগের উপদ্রব।
মহাকাশে বিপদ
২০২৫ সালে একটি বিশাল গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ হতে পারে পৃথিবীর, এমন বলে গেছেন নস্ত্রাদামুস। প্রতি বছর শত শত গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে চলে যায়, তার মধ্যে কয়েকটি বিপজ্জনকভাবে পৃথিবীর কাছে আসতে পারে।
ব্রাজিলে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে বিরাট
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। যাকে তিনি 'গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড' বলেছেন। উল্লেখ করেছেন, সেখানে বন্যা হতে পারে। জেগে উঠতে পারে আগ্নেয়গিরি। সেই সঙ্গে হতে পারে ব্যাপক জলবায়ু পরিবর্তন।
এই ভবিষ্যদ্বাণী অনেকেই বেদ বাক্য হিসেবে মনে করছেন, তবে, কিছু জিনিস মিলে গেলেও বেশিরভাগ নিয়েই দ্বন্দ্ব রয়েছে। অনেকে এই সব কথা ভুয়ো বলে উড়িয়েও দিয়েছে। ২০২৫ আসলে কেমন কাটতে চলেছে তা ভবিষ্যতই বলবে।