শেষ আপডেট: 2nd November 2024 12:45
দ্য ওয়াল ব্যুরো: লিঙ্গ বৈষম্য নিয়ে কত কী না ঘটে এদেশে। এককালে আমাদের দেশেই হরিয়ানা, উত্তরপ্রদেশের মতো জায়গায় এই লিঙ্গ বৈষম্যর জেরে মহিলাদের সংখ্যা ছিল সামান্য। বছরের পর বছর ধরে সচেতনতা, প্রচার, সোশ্যাল মিডিয়া আসার পর সেখানে প্রচার চলেছে। পাল্টেছে পরিস্থিতি। পুরুষ-মহিলার আগে নিজেকে মানুষ ভাবার চেষ্টা আজ সকলেই করি। কিন্তু পুরনো মানসিকতা সমাজে রয়ে গেছে। যার প্রমাণ মিলল দুবাইয়ের এই মহিলার একটি পোস্টে। একটি ছেলে বন্ধু থাকবে না, এমনই শর্তে স্বামীর সঙ্গে ঘর করছেন তিনি। যদিও এই নিয়ে নিজে খুব একটা বিব্রত নন, উল্টে বিষয়টিকে আনন্দের সঙ্গেই মেনে নিয়েছেন।
সৌদি আর নাদাক নামের একটি প্রোফাইল থেকে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। প্রায়ই নিজের ভাল থাকা নিয়ে নানা ভিডিও পোস্ট করেন তিনি। ঝাঁ চকচকে জীবন, বিলাসবহুল থাকা-খাওয়া দেখে অনেকেই তাঁর প্রোফাইল ফলো করেন।
আজকাল ইনস্টা-ফেসবুক, সর্বোপরি সোশ্যাল মিডিয়া এই ধাঁচেই চলছে। ছাপোষা জীবনের পাশাপাশি অ্যাস্থেটিক এবং ঝাঁ চকচকে, মন ভোলানো জিনিসপত্রই সেরার সেরা হিসেবে টাইমলাইনে ভেসে ওঠে। সেই ট্রেন্ড ফলো করে এই মহিলাও প্রচুর পোস্ট করেন। কিছুদিন আগের পোস্টটিতে নিজেকে রাজরানি বলে দাবি করেন। এই 'রাজরানি' শব্দ ব্যবহারের পিছনে তাঁর যুক্ত ছিল, স্বামী এভাবেই রাখেন তাঁকে। রানি বানিয়ে।
ওই যে 'বান যা তু মেরি রানি, তুজে ম্যাহেল বানা দুঙ্গা।' মহল বানিয়ে দিয়েছেন কি না জানা নেই, তবে রেখেছেন যতনে। মহিলা জানিয়েছেন পোস্টে, তাঁর কোটিপতি স্বামী তাঁকে বাড়ির কোনও কাজ করতে দেন না। রান্না তাঁকে করতে হয় না কারণ তাঁরা রোজ বাইরে খান, ভাল ভাল জায়গায় খেতে যান। চাকরি করতে হয় না তাঁকে কারণ তাঁর সমস্ত খরচা স্বামীই বহন করেন। এর বদলে কিছু শর্ত মহিলাকেও মেনে চলতে হয়।
কী সেই শর্ত? রোজ বাড়িতেও প্রোফেশনালি মেকআপ করে থাকতে হয় মহিলাকে। ব্যাগের সঙ্গে জুতোর রং ম্যাচ করে পরতে হয় সবসময়। আর কোনও ছেলেকে বন্ধু বানানো যাবে না। অর্থাৎ ছেলে বন্ধু থাকবে না।
এই সব শর্ত মেনেই আজ তিনি 'সৌদিরেলা।' সিন্ড্রেলার সঙ্গে মিলিয়ে এই নাম তিনিই নিজেকে দেন। এই সব শর্ত দেখে পোস্টে কমেন্ট করতে ঝাঁপিয়ে পড়েন নেটিজেনরা। ছেলে বন্ধু না থাকার বিষয়টা অনেকেই মেনে নিতে পারেননি, ফলে একাধিক কথা শুনিয়ে দেন। অনেকে লিঙ্গ বৈষম্য নিয়েও পাঠ দেন। এভাবে বেঁচে থেকে লাভ নেই, এমনও বলেন।
পোস্টটি ২৯ কোটি ভিউ ছাড়িয়ে যায়। রিয়্যাকশন আসে পোস্টটিতে প্রায় ৫২০০০। যদিও এই সব কমেন্টের রিপ্লাইতে তিনি আর কিছু লেখেননি।
জানা যায়, স্বামী জামাল আল নাদাককে তিনি তিন বছর আগে বিয়ে করেছেন। বিয়ের সময়ই নাকি তাঁরা দু'জন দু'জনকে শর্ত দেয়, তাঁদের কারও বিপরীত লিঙ্গের কোনও বন্ধু থাকতে পারবে না, দু'জনই দু'জনের ফোনের পাসওয়ার্ড জানবেন এবং দু'জনে দু'জনের লোকেশন জানবেন সবসময়।