শেষ আপডেট: 2nd January 2025 17:06
দ্য ওয়াল ব্যুরো: পুরুষদের ঘামেই আকর্ষিত হয় নারীরা! না, কোনও পারফিউম নয়। গরমে যখন অনর্গল ঘামে জামা কাপড় ভিজে চুপচুপে অবস্থা, তখনই সেই ঘামের গন্ধ আকর্ষিত করে মহিলাদের। এমনটাই কিন্তু বলছে গবেষকরা। গবেষণায় দেখা গিয়েছে, শুধু শরীর ঠান্ডা রাখতে নয়, পুরুষদের ঘামের বিশেষ গন্ধ মহিলাদের আকর্ষণ করতে পারে। এমনটাই বলছে সাম্প্রতিক এক গবেষণা।
নিউরোসায়েন্স জার্নাল-এ প্রকাশিত গবেষণায় জানা গিয়েছে, মানুষের ঘামে থাকা বিশেষ রাসায়নিক উপাদান বিপরীত লিঙ্গকে প্রভাবিত করে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষক বার্কলে পরিচালিত এই গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য।
কিন্তু কেন এমনটা হয়?
গবেষকরা দেখেছেন, পুরুষদের ঘামে থাকা অ্যান্ড্রোস্টাডিনোন নামে একটি উপাদান মহিলাদের শরীরে কর্টিসলের মাত্রা বাড়িয়ে দেয়। কর্টিসল মূলত একটি স্ট্রেস হরমোন, তবে এটি মহিলাদের মেজাজ এবং যৌন উত্তেজনার ওপরও ইতিবাচক প্রভাব ফেলে।
কীভাবে করা হয়েছে গবেষণা?
গবেষণার সময়, প্রচুর পরিমাণে ঘাম হয়েছে এমন কয়েকজন পুরুষকে আনা হয়েছে মহিলাদের সামনে। তারপরে দেখা যায়, ঘাম গন্ধ শোকার পর সেই সব মহিলাদের রক্তে কর্টিসলের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে গবেষকরা জানিয়েছেন, এই বিষয়ে আরও গভীর গবেষণা প্রয়োজন। এতে মানুষের আকর্ষণের মস্তিষ্কগত এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পর্কে আরও তথ্য জানা সম্ভব হবে। তাহলে দেখা যাচ্ছে, শরীরের ঘাম কেবলই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য নয়, বরং আকর্ষণের একটি গোপন সূত্রও হতে পারে!