শেষ আপডেট: 30th September 2024 19:32
দ্য ওয়াল ব্যুরো: আড়াই দশকেরও বেশি সময় আগে মৃত্যু হয়েছে যুবরানি ডায়ানার। কিন্তু তাঁকে নিয়ে বা তাঁর পরিবারকে নিয়ে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি ফের একটি গুঞ্জন শোনা যায়। উঠে আসে বিস্ফোরক তথ্য। ডায়ানার দ্বিতীয় পুত্র সন্তানের বাবা নাকি কিং চার্লস নয়। যার প্রমাণ দিচ্ছে তাঁর চুল। তবে, এই গুঞ্জনে জল ঢেলে দিলেন ডায়ানার তৎকালীন হেয়ারড্রেসার।
ঘটনাটা ঠিক কী?
বেশ কয়েক বছর ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল ডায়ানার দ্বিতীয় পুত্র সন্তান প্রিন্স হ্যারির বাবা নাকি কিং চার্লস নয়। উঠে আসে ডায়ানার রাইডিং ইনস্ট্রাক্টর জেমস হেউইতের নাম। কথা ওঠে, প্রিন্স হ্যারির বাবা নাকি হেউইতই। এই নিয়ে গুঞ্জন শোনা গেলেও মুখ খুলতে দেখা যায়নি কাউকে।
এবার সেই গুঞ্জনে কার্যত জল ঢেলে দিলেন ডায়ানার তৎকালীন হেয়ারড্রেসার রিচার্ড ডেল্টন। নিজের জীবনে এক জায়গায় তিনি লিখেছেন 'ইটস অল অ্যাবাউট হেয়ার।' সেখান থেকেই ফের মাথাচারা দেয় এই গুঞ্জন।
ডেল্টন জীবনীতে লেখেন, 'প্রিন্স হ্যারির জন্ম হয় ১৯৮৪ সালে আর ডায়ানার সঙ্গে হেউইতের দেখা হয় তার প্রায় ২ বছর পরে ১৯৮৬ সালে। তাই এটা অসম্ভব।'
ডেল্টনের কথায়, 'চুল নিয়ে যত সমস্যা। কিন্তু প্রিন্স হ্যারি ডায়ানার বাবার বাড়ির দিকের চুলের ধরন পেয়েছেন। ডায়ানা, তাঁর বোন ও ভাইদের সকলের চুল আমি দেখেছি। সকলেরই লালচে চুল। এবং সেটাও উজ্জ্বল লাল।'
হেয়ারড্রেসার আরও বলেন, 'হ্যারির পিতৃ পরিচয় নিয়ে যেভাবে কথা উঠত তা দেখে রীতিমতো বিরক্ত হতেন ডায়ানা।'
প্রিন্স হ্যারির পিতৃ পরিচয় নিয়ে এত কথা সেসময় উঠেছিল যে মুখ খুলতে বাধ্য হয়েছিলেন হেউইত। তিনি ২০০২ সালে একটি বিবৃতিতে জানিয়েছিলেন, 'আমি হ্যারির বাবা, এমন কথা উঠছে অনেকদিন ধরে। কিন্তু এর কোনও সম্ভাবনাই নেই। আমি বুঝতে পারছি মানুষ এই নিয়ে খুবই কৌতূহলী কিন্তু আমার যেসময় ডায়ানার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। তখন হ্যারি পৃথিবীতে চলে এসেছে।'