Latest News

মালিকের মন খারাপ! মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে পোষ্য বাঁদর, দেখুন ভিডিওতে

দ্য ওয়াল ব্যুরো: ভালবাাসার কোনও ভাষা হয় না। তাই পশুর সঙ্গেও মানুষের বন্ধুত্ব হয়। একটা পোষ্য তার মালিকের আবেগ বোঝে। তেমনই এক ভালবাসার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social media)। বাঁদরের কোলে মাথা দিয়ে শুয়ে আছেন এক ব্যক্তি (Man)। মাথায় হাত বলাচ্ছে বাঁদর (Monkey)।

হনুমান বা বাঁদর প্রজাতিকে মানুষের পূর্বপুরুষ বলা হয়। তাই বুঝি তাদের বোধ এত বেশী। একটা ভিডিওতে দেখা যাচ্ছে একজনের মন খারাপ। মুখ দেখেই মনে হচ্ছে কিছু নিয়ে বেজায় দুঃখ পেয়েছেন তিনি। যদিও তাঁর মুখে মাস্ক আছে, তবে চোখ দেখে বোঝা যাচ্ছে দুঃখ।

তাঁর পাশে বসে আছে একটা বাঁদর। বাঁদর ডেকে বলছে তার কোলে শুতে। বাঁদরের কোলে মাথা দিয়েই শুয়ে পড়েছেন তিনি। আর বাঁদরটা তাকে আঘাত করা বা ঠেলে সরিয়ে দেওয়া তো দূর, বরং তাঁর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে।

এই ভিডিও দেখে মন ভরেছে নেটবাসীদের। মানুষ আর পশুর এমন ভালবাসার ভিডিও সোশ্যাল মিডিয়ায় নতুন নয়। তবে তা প্রায়ই দেখা যায় কুকুর-বিড়ালের সঙ্গে। বাঁদরের সঙ্গে এমন ভিডিও বিরল বললেই চলে।  

দিনভর ভেলপুরি বিক্রির মাঝেই নাচগানের দারুণ অঙ্গভঙ্গি! ভাইরাল রিল ভিডিও, দেখুন আপনিও

You might also like