Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিমান আছড়ে পড়ার যে ভিডিও ভাইরাল, তার পিছনে ১৭ বছরের এক কিশোর, মানসিকভাবে ভেঙে পড়েছে সেSSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারা
Miyazaki Mangoes

Miyazaki Mangoes: এক কেজি আমের দাম দেড় লক্ষ টাকা, ভারতের কোথায় চাষ হচ্ছে এই 'মূল্যবান' ফল?

Miyazaki Mangoeগোলাপি রঙয়ের আস্তরণ। তার উপর বেগুনী রঙয়ের আভা। নাম, মিয়াজাকি (Miyazaki Mangoes)। এই আম সাধারণত জাপানেই পাওয়া যায়। সেখানে এই আমকে বলা হয়, 'সূর্যের ডিম'। 

Miyazaki Mangoes: এক কেজি আমের দাম দেড় লক্ষ টাকা, ভারতের কোথায় চাষ হচ্ছে এই 'মূল্যবান' ফল?

ছবি-গুগল

শেষ আপডেট: 22 May 2025 19:04

দ্য ওয়াল ব্যুরো: এক কেজি আমের দাম দেড় লক্ষ টাকা! গরমকালে বাজারে যে আম পাওয়া যায় তার থেকে দেখতেও অনেক আলাদা। গোলাপি রঙয়ের আস্তরণ। তার উপর বেগুনী রঙয়ের আভা। নাম, মিয়াজাকি (Miyazaki Mangoes)। এই আম সাধারণত জাপানেই পাওয়া যায়। সেখানে এই আমকে বলা হয়, 'সূর্যের ডিম'। তবে বুদ্ধি কাজে লাগিয়ে ভারতে 'মিয়াজাকি' চাষ করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন পুনের ফারুক ইনামদার।

মহারাষ্ট্রের ভরভণ্ড গ্রামের বাসিন্দা এবং প্রাক্তন রাজনীতিবিদ ফারুকের ২০ গুন্থা (আধা একর) জমিতে ১২০টি আমগাছ আছে। এর মধ্যে ৯০ টি বিদেশি এবং ৩০ টি দেশি।  হজের তীর্থযাত্রার সময় বিশ্বজুড়ে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের আমের সম্বন্ধে জেনে অনুপ্রাণিত হয়েছিলেন ফারুক। এরপরই বিভিন্ন দেশ থেকে আমের চারা আমদানি করেন এবং বাগানে আম চাষ শুরু করেন।

দু'বছর পরই গাছগুলিতে ফল ধরতে শুরু করে। রেড আফ্রিকান, অরুণিকা, কলা আমার, অস্ট্রেলিয়ার এ২, আর২, বাংলাদেশের কাতোমনি, শাহজাহান ছাড়াও জাপানের মিয়াজাকি আমের গাছও রয়েছে তাঁর বিশাল বাগানে।

অধিকাংশ বিদেশি আমের মূল্য প্রতি কেজিতে কয়েক হাজার টাকা। তবে মিয়াজাকি (Miyazaki Mangoes) তার 'প্রিমিয়াম' দামের জন্য অধিক চর্চিত। জানা যায়, 'মিয়াজাকি'র এক কেজিতে চার থেকে ছয়টি আম থাকে, প্রতিটির ওজন হয় প্রায় ৩০০ গ্রাম। জাপানে 'মিয়াজাকি'র দাম কেজিপ্রতি প্রায় তিন লক্ষ টাকা। তবে এদেশে এই আমের দাম দেড় লক্ষ টাকা কেজি থেকে শুরু। স্বাদে সাধারণ আমের থেকে বহুগুণ মিষ্টি হয়। বিশেষজ্ঞদের মতে, 'মিয়াজাকি'-তে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি এবং সি থাকে।

এক সাক্ষাৎকারে ফারুখ ইনামদার আরও একটি গাছ 'কোয়াতুর'-এর কথাও তুলে ধরেন। এই গাছে প্রতি মরশুমেই অন্তত দশ কিলো আম হয়। এক একটি ফলের দাম হয় এক হাজার থেকে দেড় হাজার টাকা।

জানেন কী, বাংলাতেও এই মুল্যবান আমের চাষ হয়। কয়েক বছর আগেই বীরভুমের (Birbhum) দুবরাজপুরের চাষি মান্নান খানের বাড়িতে। তাঁর বাড়ির তিনটি আমগাছে ২৫০ টি মিয়াজাকি আম হয়েছিল। আড়াই লক্ষ টাকা কেজি দরে মোট দাম দাঁড়িয়েছিল প্রায় দেড় কোটি। বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এসে ভিড় জমিয়েছিল।


ভিডিও স্টোরি