শেষ আপডেট: 17th October 2024 10:04
দ্য ওয়াল ব্যুরো: মেটা-র সিইও মার্ক জুকারবার্গ সাতসকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। মেয়ের হাতে নেল পলিশ পরাতে দেখা যাচ্ছে তাঁকে। তিনি যে একজন শ্রেষ্ঠ স্বামী, তা আগেই প্রমাণ করেছিলেন স্ত্রী প্রিসিলা চ্যানের একটি দুর্দান্ত মূর্তি স্থাপন করে। এবার যে বাবা হিসেবেও তিনি শ্রেষ্ঠ, তা দেখিয়ে দিলেন।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন মেটা-র সিইও। তাতে দেখা যাচ্ছে, নেল আর্টের বেশ কতগুলি ভিডিও দেখছেন। তারপরে তা দেখে মেয়ের নখে আঁকতে শুরু করলেন। এমনকি একহাতে লাল আর অন্য হাতে নীল নেল পলিশ লাগিয়ে, তারউপর সুন্দর করে এঁকে দিলেন।
View this post on Instagram
ভিডিওটির ক্যাপশনে মার্ক লিখেছেন, 'কোয়েস্ট ৩এস-এর সাহায্যে কীভাবে আদর্শ বাবা হওয়া যায়, সেটাই শিখছি।' ভিডিওটি পোস্ট করতেই তা সোশ্যাল মিডিয়ায় ঝরের বেগে ভাইরাল হচ্ছে। এখনও পর্যন্ত পোস্টটিতে প্রচুর কমেন্ট আর শেয়ার হয়েছে। ৬২৫,০০০ এর বেশি ভিউ হয়েছে। আর তা ক্রমশ বেড়েই চলেছে। অসংখ্য নেটিজেন ভিডিওটিতে কমেন্ট করেছেন। তাঁকে 'ফাদার অফ দ্য ইয়ার' বলা হচ্ছে।
এর আগে তিনি তাঁর বাড়ির পিছনের উঠোনে একটি বিশেষ মূর্তি স্থাপন করেছিলেন। বাড়ির পিছনে স্ত্রী প্রিসিলা চ্যানের একটি দুর্দান্ত মূর্তি রেখেছেন মার্ক। জুকারবার্গ নিজেই তার স্ত্রীর মূর্তির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। সেই ছবিটি ভাইরাল হযতেই নেটিজেনরা মেটার সিইওকে 'হাসবেন্ড অফ দ্য ইয়ার' বলে ডাকতে শুরু করেছিল।
মার্ক জুকারবার্গ ও স্ত্রী প্রিসিলা চ্যানের ১২ বছরেরও বেশি বিবাহিত জীবন। তিন মেয়ে নিয়ে সুখের সংসার এই উদ্যোগপতির। দুজনেই ২০০৩ সালে কলেজে পরিচয়। বহু বছর ধরে ডেট করার পরে বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা।