একটি প্রেমের মুহূর্ত কীভাবে এক নিমিষে ভয়ংকর অভিজ্ঞতায় বদলে যেতে পারে, তা দেখা গেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে।
ফাইল চিত্র
শেষ আপডেট: 5 July 2025 11:38
দ্য ওয়াল ব্যুরো: একটি প্রেমের মুহূর্ত কীভাবে এক নিমিষে ভয়ংকর অভিজ্ঞতায় বদলে যেতে পারে, তা দেখা গেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে। ঝর্নার ধারে দাঁড়িয়ে প্রেমিক বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছিলেন প্রেমিকাকে। ঠিক সেই সময়েই ঘটে গেল অঘটন—জলস্রোতে পা পিছলে পড়ে যান তিনি। চোখের সামনে ঘটে যাওয়া এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন প্রেমিকা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক হৃদয়বিদারক ভিডিওয় দেখা যাচ্ছে—একটি ঝর্নার সামনে দাঁড়িয়ে এক যুগল। প্রেমিকা তখন প্রকৃতির সৌন্দর্যে মগ্ন। ঠিক সেই সময় প্রেমিক পিছন থেকে ছোট একটি বাক্স হাতে এসে দাঁড়ান। প্রেমিকাকে ডাক দেন। মেয়েটি ঘুরে দাঁড়াতেই প্রেমিক হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য বাক্স খুলতে যাচ্ছিলেন। কিন্তু আচমকাই ঘটে বিপত্তি।
ঝর্নার কাছে পাথরের ওপর দাঁড়ানো প্রেমিক হঠাৎই পা পিছলে ভারসাম্য হারিয়ে ঝাঁপিয়ে পড়েন স্রোতের মধ্যে। কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁকে টেনে নিয়ে যায় তীব্র জলপ্রবাহ। প্রেমিকা চিৎকার করে সাহায্যের জন্য ডাকেন, একবার ঝুঁকে তাঁকে হাত ধরারও চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। প্রেমিক চোখের সামনে অদৃশ্য হয়ে যান খাদে। (দ্য ওয়াল এই ভিডিওর সত্যতা নিজস্বভাবে যাচাই করেনি)।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। অনেকেই এই ঘটনার জন্য পর্যটনস্থলে নিরাপত্তাহীনতা ও অসাবধানতাকে দায়ী করছেন। আবার কেউ কেউ লিখেছেন, "ভালবাসা সত্যিই কখনও কখনও জীবনকে বাজি রাখে।"
बंदी को शादी के लिए प्रपोज कर रहा था.... ख्वाब पूरे होने से पहले ही झरने में बह गया..... गर्लफ्रेंड बचाने के लिए कूद नहीं सकी...pic.twitter.com/qmipVFrCZk
— Abhishek Anand (@TweetAbhishekA) July 5, 2025