শেষ আপডেট: 23rd September 2023 09:58
দ্য ওয়াল ব্যুরো: শোনা যায়, নেপোলিয়ন নাকি যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে সিদ্ধহস্ত ছিলেন। এমনকী, দীর্ঘক্ষণ যুদ্ধক্ষেত্রে কাটানোর পর ক্লান্তিতে চোখ বুজে এলে ঘোড়ার পিঠে বসেই 'পাওয়ার ন্যাপ' নিতে পারতেন তিনি। যদিও বেশিরভাগ মানুষই এমন আশ্চর্য ক্ষমতার অধিকারী নন। স্কুল-কলেজ-অফিস শেষে সারাদিনের ক্লান্তির পর নিজের ঘরে, নিজের বিছানায় এসে না শুলে ঘুম আসে না অনেকেরই। আবার কেউ কেউ এমনই ঘুমকাতুরে হন, চলন্ত বাসে কিংবা ট্রেনে হাতল ধরে দাঁড়িয়েই ঢুলতে শুরু করেন তাঁরা (weird sleeping positions)।
কিন্তু সম্প্রতি এমন এক আশ্চর্য জায়গায় ঘুমোতে দেখা গেছে এক ব্যক্তিকে, যা দেখে নিজের চোখকেই বিশ্বাস করে উঠতে পারছেন না নেটিজেনরা (sleeping under moving truck)। তাঁরা ভাবছেন, এও কি সম্ভব? চলন্ত গাড়ির ভিতর ঘুমিয়ে পড়া নতুন কোনও বিষয় নয়। এমনকী, গাড়ি চালানোর সময় খোদ চালকও অনেক সময় ঘুমে ঢলে পড়েন। কিন্তু ইন্টারনেটে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে (viral video) দেখা গেছে, চলন্ত বিশালাকার ট্রাকের তলায় ছোট্ট খুপরি বানিয়ে নিয়ে দিব্যি বস্তা, গামছা মাথায় দিয়ে দিবানিদ্রা গেছেন এক ব্যক্তি।
হ্যাঁ, ঠিকই পড়েছেন, চলন্ত ট্রাকের তলায়, তাও আবার ৮-১০ চাকার দানবাকার ট্রাকের নীচে। ট্রাকটির পাশ দিয়ে যাওয়ার সময় এক মোটর বাইক আরোহী হতবাক করা দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন। তিনিই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সেটি।
ভিডিওটির ক্যাপশনে তুরস্কের ভাষায় যা লেখা রয়েছে তার তরজমা করলে দাড়ায়, 'আপনারা এরকম বিছানা কখনও দেখেননি।'
বস্তুতই তাই। এমন অভাবনীয় বিছানা দেখে নেটিজেনরা হতবাক। কেউ কেউ ওই ব্যক্তির ভাবলেশহীনতায় মজা পেয়েছেন। কেউ আবার আশঙ্কিত, তাঁরা ভাবছেন, যদি কোনওভাবে ওই ব্যক্তির ঘুমের ঘোরে নীচে পড়ে যান তাহলে প্রাণহানি ঘটা পর্যন্ত বিচিত্র নয়।
অনেকেই আবার সব ছেড়ে প্রশ্ন করেছেন, ট্রাকের ভিতরে না ঘুমিয়ে এমন অদ্ভুত জায়গায় ঘুমাচ্ছেন কেন তিনি। নেটিজেনদেরই আর এক অংশ সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। তাঁদের দাবি, হয়তো ট্রাকের ভেতরের আসনে জানলা দিয়ে প্রবল রোদ এসে পড়ছিল। তা থেকে বাঁচতেই বিশ্রাম নিতে এমন অভূতপূর্ব বিছানায় গা এলিয়ে দিয়েছেন তিনি।
ব্রিটেনে সিগারেট নিষিদ্ধ করতে চলেছেন সুনক, যুক্তরাজ্যকে ‘ধোঁয়া’হীন করতে চান