শেষ আপডেট: 18th March 2025 16:47
দ্য ওয়াল ব্যুরো: চাকরি করতে করতে হাঁপিয়ে গেলে লম্বা ছুটি (Vacation) পেতে কে না চায়! ছুটি মানেই তো কোনও পরিশ্রম না করে অনন্ত স্বাধীনতার হাতছানি। আর সেই লম্বা ছুটিতে যদি মাসে মাসে পুরো বেতনটাও (Salary) পাওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা! ঠিক এমনটাই হয়েছে স্পেনের (Spain) এক সরকারি দফতরে। ছ’বছর ধরে টানা ছুটি কাটিয়েও পুরো বেতন পেয়েছেন এক সরকারি কর্মচারী। ভাবা যায়?
জকিন গার্সিয়া নামের ওই কর্মী যে ছ’বছর ধরে কাজে আসছেন না, নিজের কর্তব্যে অবহেলা করেছেন, এদিকে স্যালারি পাচ্ছেন সময়মতো, তা জানতে পারেনি অফিস। তবে শেষমেশ জানা গেল এমন সময়ে, যখন তিনি তাঁর লম্বা কর্মজীবনের (Work life) জন্য সম্মানিত হতে চলেছেন। কিন্তু প্রশ্ন হল, এতকিছু এতদিন ধরে চোখ এড়িয়ে গেল কী করে ওপর তলার?
১৯৯০ সালে জকিন গার্সিয়া স্পেনের কাদিজে একটি মিউনিসিপাল ওয়াটার ফার্মে প্লান্ট সুপারভাইজার হিসেবে কাজে যোগ দেন। জলের কোম্পানিতে একাধিক বসের উপস্থিতির কারণে অনায়াসেই তিনি ফাঁকি মেরে চোখ এড়িয়ে যেতে পেরেছেন। দুই ডিপার্টমেন্টের আধিকারিকরা মিলে ওই কাজ সামলাতেন। ঝামেলাও লেগে থাকত তাঁদের মধ্যে। তাই জকিনের ফাঁকিবাজিও সহজে চলেছে বলে ধারণা ওই কোম্পানির।
এই গাফিলতির ফলস্বরূপ জকিন প্রতি মাসেই তাঁর পুরো স্যালারি (Salary) পেয়েছেন, যা ভারতীয় মুদ্রায় বছরে ৩৬ লক্ষ টাকা। জকিনের ২০ বছরের কর্মজীবনের সম্মান দেওয়ার কথা ওঠায় বিষয়টি সামনে আসে।
জকিনকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর কাছ থেকে কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। যদিও গার্সিয়ার উকিলের তরফে জানানো হয়েছে যে কাজের জায়গায় বুলিং-এর মুখোমুখি হওয়ায় এমন কাজ করেছেন তাঁর মক্কেল। এও জানিয়েছেন, যে সেখানে তাঁর করার মতো বিশেষ কোনও কাজ ছিল না।
এই নিয়ে মামলা আদালত পর্যন্ত গড়ালে পুরো বিষয় খতিয়ে দেখে আদালত সরকারের পক্ষেই রায় ঘোষণা করে এবং জকিনকে তাঁর কর্তব্যে গাফিলতির জন্য মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে জানান। এই জরিমানার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লক্ষ টাকা।