শেষ আপডেট: 27th February 2024 20:55
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, প্রেমে পড়লে মানুষ কী না করে! শুধু গল্প উপন্যাস তো নয়, বাস্তব জীবনেও ভূরি ভূরি নির্দশন রয়েছে। প্রেমিক-প্রেমিকারা অনেক সময়েই পরস্পরের প্রতি ভালবাসা প্রকাশ করতে অনেক অভিনব পদ্ধতির সাহায্য নিয়ে থাকেন। হৃদয়ে মনের মানুষের নাম তো সকলেই লিখতে চান, কিন্তু এক প্রেমিক যে এক্কেবারে ঠোঁটেই প্রেমিকার নাম লিখে বসেছেন। ঠোঁটের ভিতরে প্রেমিকার নামের ট্যাটু করিয়েছেন সেই যুবক।
আজকাল জেন ওয়াই-এর কছে ট্যাটু ‘স্টাইল স্টেটমেন্ট’। হাতে, পায়ে, পিঠে তো বটেই, কেউ কেউ গোটা শরীরকেই ট্যাটুর ক্যানভাসে পরিণত করে ফেলছেন। তরুণ-তরুণীদের শরীরের বিভিন্ন জায়গায় তাঁদের প্রেমিক-প্রেমিকাদের নাম লেখার চলও রয়েছে। সম্প্রতি তেমনই এক যুবকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে রীতিমতো চমকে উঠেছেন সকলে।
View this post on Instagram
গত বছর ডিসেম্বর মাসে ট্যাটু শিল্পী অভিষেক সপকাল ভিডিয়োটি পোস্ট করেছিলেন। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ট্যাটু শিল্পী এক যুবকের নীচের ঠোঁট উল্টে সেখানে ‘অম্রুতা লিখে দিচ্ছেন। ভিডিয়োর সঙ্গেই ক্যাপশনে লেখা হয়েছে, 'ভালোবাসা'। তবে এমন আজব ট্যাটু যে খুব একটা নেটাগরিকদের চোখে পড়েনি তা বলাই বাহুল্য।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ইতিমধ্যে ৯০ লক্ষের বেশি মানুষ ভিডিও দেখে ফেলেছেন। যুবকের কীর্তি দেখে বিভিন্ন ধরনের মন্তব্যও এসেছে। কেউ কেউ যেমন তাঁকে ‘পাগল’ বলতেও ছাড়েননি, আবার কারোর কাছে বেশ অভিনবও লেগেছে। তবে এমন ট্যাটু দেখে ভালোবাসার উপদেশও পেয়েছেন যুবক। যেমন নেটিজেনদের একাংশ বলেছেন, ''প্রকৃত ভালবাসায় এমন ট্যাটু করে প্রমাণের প্রয়োজন পড়ে না।"