শেষ আপডেট: 9th January 2025 20:32
দ্য ওয়াল ব্যুরো: কিছু না করেই বছরে প্রায় ৭০ লক্ষ টাকা কামালেন এক ব্যক্তি। কিছু না করাটাই তাঁর কাছে অনেক কিছু। 'রেন্টাল ডু নাথিং' তাঁর পরিষেবার নাম। ঠিক কী করেন ব্যক্তি?
৪১ বছর বয়সী শোজি মোরিমোটো জাপানে থাকেন। ২০১৮ সালে চাকরি ছাড়েন। তারপর থেকে কিছু না করেই অনেক টাকা কামান। এই কিছু না করার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। শোজি সঙ্গী সাজার কাজ করেন। কোনও ইমোশনাল অ্যাটাচমেন্ট ছাড়া সঙ্গী চাইলে তিনি সর্বদা প্রস্তুত। রোম্যান্টিক সম্পর্ক বা কোনও আবেগ তাঁর সঙ্গে কাজে লাগবে না। এই বিধি নিষেধ জারি করেই তিনি এগোন। গত বছর এই অদ্ভুত কাজ করে তিনি প্রায় ৭০ লক্ষ টাকা আয় করেন।
ঠিক কেমন পরিষেবা দেন তিনি?
তাঁর কাজের ধরণ খুবই সরল। তিনি ক্লায়েন্টের অনুরোধ মেনে উপস্থিত থাকেন এবং যতটুকু বলা হয় ততটুকুই করেন। মোরিমোটোর কথায়, তাঁর এই কাজেও প্রচুর লড়াই রয়েছে। কষ্টের কাজ করেন তিনি। যেমন, কারও জন্য তীব্র রোদে অপেক্ষা করা বা লাইনে দাঁড়ানো ঘণ্টার পর ঘণ্টা। অচেনা লোকজনের সঙ্গে পার্টিতে অংশ নেওয়া ইত্যাদি।
মোরিমোটো জানান, তাঁর কাছে প্রতি বছর প্রায় হাজারটি অনুরোধ আসে। কারও কাছ থেকে তিনি পারিশ্রমিক নেন না। তিনি ক্লায়েন্টের হাতেই ছেড়ে দেন টাকার বিষয়টি। যা ইচ্ছে তাই দিক। এমনই মনে করেন তিনি।
বর্তমানে জাপানজুড়ে বিরাট বিখ্যাত মোরিমোটো। তাঁর চাহিদাও ব্যাপক। জাপানে এমন ভাড়া করা বয়ফ্রেন্ডও পাওয়া যায়। পাওয়া যায় সঙ্গীও। একাকীত্ব কমাতে এমন সব জিনিস ধীরে ধীরে বিখ্যাত হয়েছে বলে দাবি অনেকেরই।