Latest News

ভিনগ্রহীদের সঙ্গে যুদ্ধ চিনা ড্রাগনের, ‘খবর’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট! গল্প ফেঁদে গ্রেফতার যুবক

দ্য ওয়াল ব্যুরো: ভিনগ্রহের বাসিন্দাদের (Alien) সঙ্গে নাকি যুদ্ধ (Fight) লেগেছে চিন দেশের ড্রাগনের (Chinese dragon)! আর সেই খবর তাকে নাকি দিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট (US President) জো বাইডেন! এমনই আশ্চর্য দাবি করে চুরি করা ট্রাক নিয়ে সটান স্পেসফোর্সের বেসে ঢুকে পড়েছিল যুবক। ব্যস, আর যায় কোথায়! গ্রেফতার হতে হল তাকে।

জানা গেছে, ২৯ বছর বয়সি ওই যুবকের নাম কোরে জনসন। সে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা। জানা গেছে, কদিন আগেই ওই যুবক একটি ২০১৩ ফোর্ড এফ১৫০ গাড়ি চুরি করে। এরপরেই ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টিতে প্যাট্রিক স্পেস ফোর্স বেসে ঢুকে পড়ে সে। ঢোকার সময় তাকে যাতে আটকানো না হয়, সেই জন্য সে দাবি করে, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য পাঠিয়েছেন তাকে।

এই ঘটনার পর শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। গাড়ি চুরির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

ঘটনার কথা জানাজানি হতেই ঠাট্টায় মেতেছেন নেটিজেনরা। ড্রাগন বনাম ভিনগ্রহীদের যুদ্ধে কে যেতে, তা দেখতেই মুখিয়ে তাঁরা।

কাঠ কুড়োতে গিয়ে মিলল প্রায় সাড়ে ৪ ক্যারাটের হিরে! অবাক কাণ্ড মধ্যপ্রদেশে

You might also like