শেষ আপডেট: 7th December 2024 20:26
দ্য ওয়াল ব্যুরো: এসো প্রেম, এসো বসন্ত, এসো দ্বিধাহীন সুসময়। সুসময় কী আর বলে কয়ে আসে! খুব উথাল পাতাল সময়ে ভাল কিছু ঘটে যায়। তার কোনও বয়স, সময়, তারিখ থাকে না। এই কথা ফের প্রমাণ করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দম্পতি। যাঁরা শতবর্ষ পেরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। গড়লেন নজির।
বর্তমান সমাজে প্রেম ক্ষণিকের। বেশিরভাগ ক্ষেত্রেই বিচ্ছেদে ভরসা করে দিন যাপনে ব্যস্ত সকলে। বিচ্ছেদ খাতায় কলমে না হলেও, মনের বিচ্ছেদই বা কম কী। বিচ্ছেদ ছাড়াও এমন অনেকেই আছেন, যাঁরা বিয়ে করার সাহস এযুগে দেখান না বা দায়িত্বই নিতে চান না। এই দম্পতি তাঁদের কাছে দৃষ্টান্ত। ১০০ বছর বয়সে দাঁড়িয়ে নিজের ১০২ বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করলেন বার্নি লিটম্যান।
বিশ্বের সবচেয়ে বয়স্ক দম্পতি। তাঁদের দুজনের বয়স মিলিয়ে হয় ২০২ বছর ২৭১ দিন। বয়সের এই সংখ্যা ও সাহসী পদক্ষেপ তাঁদের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে দিয়েছে।
কীভাবে হল প্রেম?
দুজনে যখন বয়সের শেষ প্রান্তে দাঁড়িয়ে। একাকিত্ব কাটাতে বৃদ্ধাশ্রমের দ্বারস্থ, তখন সেখানেই হল প্রেম। দুজনই বিয়ে করে সংসার করেছেন প্রায় ছয় দশক। তারপর একা হয়েছেন। এসেছেন বৃদ্ধাশ্রমে। নয় বছর আগে, একটি পার্টিতে গিয়ে প্রেমে পড়েন। তারপর চলতি বছর মে মাসের ১৯ তারিখে তাঁদের বিয়ে হয়।
দুজনই ছোটবেলায় পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তবে ভাগ্যের নিয়মে দেখা হয় বয়স শেষে। তাঁদের বিয়ে উচ্ছ্বসিত পরিবারের সকলেই।
বার্নির নাতি এবিষয়ে জানান, তাঁর দাদু বিয়ে করেছেন। এর চেয়ে খুশির কিছু হয় না।
বিয়ের পুরোহিতও জানান, আজকাল ডেটিং অ্যাপে দেখা, সেখান থেকে বিয়ের চল। এভাবে একই ছাদের তলায় তাও বৃদ্ধাশ্রমে দেখা, প্রেম ও বিয়ে, অন্যরকম অভিজ্ঞতা।
বিয়ে নিয়ে বলতে গিয়ে ১০২ বছর পর্যন্ত বেঁচে থাকার রহস্য খোলসা করেন বৃদ্ধা। বাটার মিল্কই বাঁচিয়ে রেখে বলে উল্লেখ করেন তিনি।