শেষ আপডেট: 20th October 2024 17:20
দ্য ওয়াল ব্যুরো: মানুষের সঙ্গে সাপের সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই ভয়ের। সাপ মেরে ফেলার সংখ্যাও তাই একসময় অনেক বেশি ছিল আমাদের দেশে। তবে, সময়ের সঙ্গে পাল্টেছে সব। বেড়েছে সচেতনতা। এখন অনেক জায়গায়ই সাপ মারার বদলে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। সাপ বাড়িতে পোষে এমনও উদাহরণ রয়েছে। সাপ ভক্ত এমন এক নাবালিকার ভিডিও ভাইরাল হল নেট দুনিয়ায়। যা দেখে বাবা-মায়ের আক্কেল নিয়ে প্রশ্ন তুলে ফেলল নেটিজেনরা।
কালো রঙের বড় এক সাপ। গলায় জড়ানো অবস্থায় ছবি-ভিডিও তুলেছে এক নাবালিকা। শেয়ার করেছে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। যা দেখে তার বাবা-মাকে তুলোধনা করতে ছাড়ল না নেটিজেনরা।
তার অ্যাকাউন্ট ঘেঁটে অবশ্য জানা যায়, এই প্রথম নয়। সাপের সঙ্গে এমন ছবি-ভিডিও আগেও শেয়ার করেছে নাবালিকা। আসলে সাপ ভালবাসে সে এবং সাপের সঙ্গে কাটানো মুহূর্ত, তাদের যত্ন নেওয়ার ভিডিও-ই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম তাই 'স্নেকমাস্টারএক্সটিক।' বায়োতে লেখা, 'জাস্ট অ্যা গার্ল অ্যান্ড হার প্যাশন ফর স্নেকস।'
যে ভিডিও নিয়ে এত হইচই, সেই ভিডিওর ক্যাপশন থেকে জানা যায় এই নাবালিকার নাম আরিয়ানা। ভিডিও শেয়ার করে সে লেখে, 'একটা বড় আইএমজি সাপ গলায় জড়ানো রয়েছে। কিন্তু চিন্তার কিছু নেই। ও সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে আছে। সাপ সামলাচ্ছি একদম সঠিক কায়দায়। কিছুই না, এটা আমার কাছে অন্যান্য দিনের মতোই একটা সাধারণ দিন মাত্র।'
এই ভিডিও দেখার পরই অনেকে তার বাবা-মাকে কদর্য ভাষায় আক্রমণ করতে থাকে। 'কন্টেন্টের জন্য কী না করে', এসব মন্তব্যও শোনা যায়। অনেকে আবার বলে বসে, 'নাবালিকার বাবাকে গ্রেফতার করা উচিত। আর নাবালিকার জন্য অন্য পরিবার খুঁজে দেওয়া প্রয়োজন।'
নাবালিকা ছোট, এই বয়সে এমন কাজ, স্বাভাবিক কাজ নয় বলেও উল্লেখ করেন একজন। সেই ব্যক্তির কথায়, 'ভিউ আর লাইকের জন্য আর কী কী করবে। একটা বাচ্চা মেয়ে ও। বাবা মায়ের শেখা উচিত বাচ্চা কীভাবে মানুষ করতে হয়।'
এই সব কমেন্টের উত্তরে অবশ্য অ্যাকাউন্টটির তরফে কাউকে কিছু বলা হয়নি এখনও।