Latest News

ঝমঝমে বৃষ্টিতে কুকুরের মাথায় ছাতা ধরেছে ছোট্ট মেয়ে! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাদের সঙ্গে কুকুর বিড়ালের ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়। প্রায়ই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কুকুর বিড়ালের খেলা করার ভিডিও দেখে চোখ আটকেই যায়।

এমনই একটা মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, ঝমাঝম বৃষ্টি হচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে ভিজছে একটা কুকুর। হঠাৎ তার দিকে ছাতা নিয়ে এগিয়ে এল এক খুদে (Little girl)। ছাতাটা (umbrella) নিজের মাথা থেকে সরিয়ে কুকুরটির (dog) মাথায় পরম যত্নে ধরল সে।

যত ছাতার তোলা থেকে সরে যাচ্ছে কুকুরটা, ততই গুটি গুটি পায়ে কুকুরটির মাথায় ছাতা ধরে এগিয়ে যাচ্ছে বাচ্চা মেয়েটি। যদিও বাচ্চাটি রেইন কোর্ট পরে আছে, তাই সেও ভিজছে না। এই ভিডিও আপলোড হতেই হাজার হাজার দর্শকের মন জিতে নিয়েছে শিশুটি। রাস্তার কুকুরের প্রতি এতটুকু বয়সে এই ভালবাসা আর যত্ন দেখে আপ্লুত পশুপ্রেমীরা।

You might also like