Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
জলপাইগুড়িতে নাবালিকাকে ধর্ষণ ও খুন: তিন যুবককে ফাঁসির সাজা শোনাল আদালতভাঙড়ে বাড়ি ফেরার পথে গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা, মৃত শওকতঘনিষ্ঠ বলে দাবিএইচআইভি মোকাবিলায় মার্কিন অর্থসাহায্য বন্ধ, বাড়বে মৃত্যু! ‘সিস্টেমিক শক’ বলছে রাষ্ট্রসঙ্ঘ'সর্বজনীন গণেশোৎসব' এবার থেকে রাজ্য উৎসব: সরকারি স্বীকৃতি দিল মহারাষ্ট্র সরকারদিল্লিতে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার! সবটাই পরিকল্পনা মাফিক, বললেন মমতাViral Optical Illusion: ভিতরের ছবিতে লুকিয়ে থাকা ‘৫’ কি মাত্র ৭ সেকেন্ডে খুঁজে পাওয়া যাবে?ভারত বুঝেছে তারা সামরিক দিক থেকে পিছিয়ে, তাই গোপন হামলা বাড়িয়ে দিয়েছে: পাক সেনাপ্রধান মুনিরমহাকাশ থেকে ২৩০ বার সূর্যোদয় দেখলেন শুভাংশু, পাড়ি দিয়ে ফেললেন ১০০ লক্ষ কিমি পথPost Office: ডাকঘরে প্রযুক্তির ছোঁয়া, দু’দিন বন্ধ থাকবে পরিষেবাবিহারে হচ্ছে, বাংলাতেও হবে! ভোটার লিস্টের রিভিশন নিয়ে আশার আলো দেখছেন শুভেন্দু
AI advantage for Gen Z

এআই যাদের হাতের মুঠোয়, চাকরির বাজারে তারাই আগামীর স্টার, বার্তা লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতার

আজকের তরুণ প্রজন্মের কাছে এই পরিস্থিতি ভয় নয়, বরং হয়ে উঠতে পারে এক সুবর্ণ সুযোগ। 

এআই যাদের হাতের মুঠোয়, চাকরির বাজারে তারাই আগামীর স্টার, বার্তা লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতার

লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতা রেইড হফম্যান

শেষ আপডেট: 15 June 2025 14:37

দ্য ওয়াল ব্যুরো: চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দাপট নিয়ে দুশ্চিন্তা নতুন নয়। তবে জেন জি (Gen Z) অর্থাৎ আজকের তরুণ প্রজন্মের কাছে এই পরিস্থিতি ভয় নয়, বরং হয়ে উঠতে পারে এক সুবর্ণ সুযোগ। অন্তত তেমনটাই মনে করছেন লিঙ্কডইনের (LinkedIn) সহ-প্রতিষ্ঠাতা রেইড হফম্যান (Reid Hoffman)।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে হফম্যান বলেন, ‘যদি তুমি তরুণ হও, চাকরির সন্ধানে থাকো, আর AI সম্পর্কে সচেতন হও- তবে জেনে রাখো সেটাই তোমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ।’

তিনি জেন জি (Gen Z)-কে ‘AI-এর প্রজন্ম’ হিসেবে তুলে ধরেন। তাঁর মতে, এই প্রজন্মই আগামীতে কর্মক্ষেত্রের দুনিয়ার উজ্জ্বল তারকা হতে চলেছে।

ভিডিওটি ছিল মূলত কলেজ শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব নিয়ে। অনেকেই প্রশ্ন তোলেন, AI যদি অধিকাংশ চাকরি কেড়ে নেয়, তবে তাঁদের ভবিষ্যৎ কোথায়? হফম্যান বিষয়টির জটিলতা মেনে নিয়ে বলেন, AI-র প্রভাব ‘বাস্তব ও যথার্থ উদ্বেগের বিষয়’, তবে তরুণ প্রজন্মের কাছে রয়েছে প্রযুক্তিকে দ্রুত শেখার স্বাভাবিক ক্ষমতা এবং নতুন নতুন কাজের ধরনে মানিয়ে নেওয়ার দক্ষতা, যা তাঁদের আগের প্রজন্মের তুলনায় অনেকটাই এগিয়ে রেখেছে।

AI কি ভয়ঙ্কর ভবিষ্যৎ? তীব্র মতভেদ প্রযুক্তি জগতে:

হফম্যান যখন আশার কথা বলছেন, তখন একই সময় Anthropic-এর CEO ডারিও আমোডেই এক সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করে বলেন— ‘আগামী পাঁচ বছরে AI অর্ধেক অফিসের প্রাথমিক স্তরের চাকরি মুছে দিতে পারে। বেকারত্ব পৌঁছাতে পারে ২০ শতাংশে।’

তিনি আরও বলেন, ‘অধিকাংশ মানুষ বুঝতেই পারছে না কী ঘটতে চলেছে। এটা শুনতে অবিশ্বাস্য লাগলেও, বাস্তব বেশ ভয়াবহ।’

এই বক্তব্যে অবশ্য সহমত নন Nvidia-র CEO জেনসেন হুয়াং। হুয়াংয়ের মতে, AI নিশ্চিতভাবেই কাজের ধরন বদলাবে, কিন্তু তা আরও নতুন কর্মক্ষেত্র ও সুযোগ আনবে। তাঁর কথায়, ‘AI আমার নিজের কাজও বদলে দিয়েছে। কাজ বদলাবে, কিন্তু হারাবে না।’

AI বন্ধু নয়, বরং সহযোগী হতে পারে, এ বিষয়ে স্পষ্ট হফম্যান। একদিকে যখন Meta-র সিইও মার্ক জুকারবার্গ AI-কে একাকিত্ব মোকাবিলার উপায় হিসেবে তুলে ধরছেন, তখন হফম্যান স্পষ্টভাবে জানান, ‘AI কিন্তু বন্ধু নয়। বন্ধুত্ব হল পারস্পরিক সম্পর্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা কখনও সেই মানবিক সংযোগ দিতে পারবে না।’

Gen Z-এর কাছে হফম্যানের বিশেষ বার্তা:

হফম্যান তরুণদের উদ্দেশে বেশ কিছু পরামর্শ তুলে ধরেন। তিনি বলেন, নিজের AI স্কিলকে আত্মবিশ্বাসের সঙ্গে রিজিউমে তুলে ধরতে হবে। প্রযুক্তি ব্যবহার করে কীভাবে সমস্যার সমাধান করতে পারো, তার স্পষ্ট উল্লেখ থাকা দরকার। তবে শুধু শিখো না, অন্যদের শেখাতেও সক্ষম হও।

সবশেষে তাঁর বক্তব্য, ‘যারা ভবিষ্যতের জন্য তৈরি, তারা শুধু প্রযুক্তির ব্যবহারই জানে না, বরং তাকে কাজে লাগিয়েই ভবিষ্যত গড়ে তোলে।’


ভিডিও স্টোরি