মিস্টার বিন ও টেডি
শেষ আপডেট: 10th February 2025 17:29
চার দেওয়ালের মধ্যে সব দায়িত্ব সমাপনের পর যেটুকু সময়, সে শুধু তোমার আর আমার নিভৃত ক্ষণ। এ আমি কারও সঙ্গেই ভাগ করে নিতে পারব না। আমার অসহায় প্রেমিকা ইরমা আছে বটে, কিন্তু তুমি বিলক্ষণ জানো, আমি আজও কুয়াশা ধোয়া, বর্ষা ভেজা, গ্রীষ্মে পোড়া দিনগুলোতে বসি নিজের মৃদু মনখারাপ নিয়ে। তোমার কাছেই।
তোমার গোল মাথায়, পুঁতির মতো চোখে, বল্টুর মতো ছোট্ট নাকে আমার যতই আহ্লাদ থাক, কোনও স্বার্থ নেই। তোমারও নেই স্বার্থ। তবে প্রাণ আছে বৈকী। তাই তো মাদ্রাজি সবজে গড়িটায় বসলে আগে তোমার সিটবেল্ট বেঁধে দিই। এমনি এমনি? রোজকার ছোটবড় অসঙ্গতি থেকে উঠে আসা একাকীত্বের অংশীদার তুমি— টেডি (Teddy Day 2025)।
মিস্টার বিনকে (Mr. Bean) দর্শক সেভাবে কথা বলতে শোনেননি। শুনলে হয়তো এই কথাগুলোই শোনা যেত। তবে কথা বলা নাই বা হল। নিঃশব্দে কি কিছু বলা যায় না? তাই তো কথা ছাড়াই উপচে পড়া হাস্যরসের সন্ধান মেলে মিস্টার বিনের কাছে, আর সেই হাসির সঙ্গেই মিশে যায় দর্শকদের ছোটখাটো চাওয়া-পাওয়া, আনন্দ-ব্যর্থতা, জেতা-হারা!
‘দ্য ট্রাবল উইথ মিস্টার বিন’ থেকে মিস্টার বিনের সঙ্গী তার বিখ্যাত টেডি। তবে এই টেডি মিস্টার বিনের কাছে একেবারেই সাদামাঠা এক তুলোর পুতুল নয়। সঙ্গী। বন্ধু। পার্টনার। রুমমেট।
তাই তো তার জন্য ক্রিসমাস গিফট নিয়ে আসা যায়। বেডটাইম স্টোরি পড়া যায় একসঙ্গে। তিনবার মুখের কাছে হাত বুলিয়ে এক তুড়িতে ঘুম পাড়িয়ে দেওয়া যায়। তাকে বুকে করে নিয়ে গিয়ে সমুদ্রের ধারে বসা যায় দু'দণ্ড। মেলায় গিয়ে হইহইও করা যায়।
কিন্তু এসব দেখে হা হা করে হেসে উঠতে উঠতেই মনের কোথাও ট্রিগার করে যায়, মানুষ আসলে এতই একা যে, তাকে সঙ্গ দেওয়ার জন্য টেডিকেও জীবন্ত হয়ে উঠতে হয়। তার মনুষ্যত্ব, থুড়ি, টেডিত্ব কেবল যে চূড়ান্ত দার্শনিক, তা-ই নয়, বহুস্তরীয়ও বটে।
কী আছে টেডির মধ্যে? নিঃশব্দ আবেগের অনিঃশেষ উন্মোচনই কি এই টেডি? টেডি কি বন্ধু? টেডি কি চোখের জল? টেডির গভীরে কি লুকিয়ে থাকে মিস্টার বিনদের শূন্যতা? মনের কোণে জমাটবাঁধা মেঘ যখন বৃষ্টি নামিয়ে আকাশ ভাসায়, তখন টেডিই বুঝি আড়াল হয়? টেডিই বুঝি ফোঁটায় ফোঁটায় নিংড়ে নেয় কোটি কোটি বিনের নির্জনতা। টেডিই জানে।
মিস্টার বিন পুরনো হন না। পুরনো হয় না টেডির সঙ্গে তাঁর যাপনের গল্পও। বরং এক-একটা বয়সে হাস্যরসের আধারে নতুন নতুন দর্শন তুলে ধরে ওরা দু’জন। তাতে হাসির সঙ্গেই অবলীলায় মিশে যায় আঁকড়ে ধরা মনখারাপ আর সেই ছুঁতে না পারা ভালবাসা... তাই তো আজ সেই সঙ্গীর বিশেষ দিনে, তার খাড়া খাড়া নরম কানে মুখ ডুবিয়ে একবার অন্তত ফিসফিস করে বলতেই হবে, ‘হ্যাপি টেডি ডে!’