শেষ আপডেট: 5th June 2023 07:57
দ্য ওয়াল বাংলা: তাজমহল ভারতের এমন এক অপরূপ স্থাপত্য, তা যে কোনও মানুষকেই মুগ্ধ করে দেবে। পূর্ণিমা রাতে তার রূপ এক রকম, আবার দিনের বেলা সাদা মার্বেলে সূর্যালোক প্রতিফলিত হয়ে চোখ ধাঁধিয়ে দেয়, তখন তাজের রূপ এক্কেবারে আলাদা। ভারতীয়রা তো বটেই, বিদেশ থেকেও ভারত সফরে আসেন যাঁরা, তাঁদের দর্শনীয় স্থানের তালিকায় তাজমহলের নাম থাকবেই থাকবে। সম্প্রতি কোরিয়া থেকে বাবা-মাকে নিয়ে ভারতে ঘুরতে এসেছিলেন জিওন নামে এক তরুণী। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Korean Influencer at Taj Mahal)। তাজমহলের সামনে দাঁড়িয়ে পরিবারের সঙ্গে ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন জিওন। ছবিগুলি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। তার কারণও রয়েছে। পোস্টে সকলের নজর পড়েছে জিওনের পোশাকের উপর। আপাদমস্তক ভারতীয় পোশাকে তাজের সামনে হাসিমুখে ছবি তুলতে দেখা গেছে কোরিয়ান-কন্যাকে।
তাজমহলের সামনে নিজের এবং বাবা-মায়ের একাধিক ছবি পোস্ট করেছেন জিওন। সেইসব ছবিতে তাঁকে গোলাপি রঙের সালোয়ার কামিজে দেখা গেছে। পুরোদস্তুর মনোক্রোম ভারতীয় পোশাক, চোখে রোদচশমায় অসম্ভব মিষ্টি লাগছে জিওনকে। কোনও ছবিতে তাজের সামনে হাত জড়ো করে দাঁড়িয়ে আছেন মা-বাবা-মেয়ে, তো কোনও ছবিতে বাবার সঙ্গে খুনসুঁটিতে মজেছেন। কোথাও আবার জিওনের বাবা-মা ঐতিহাসিক স্থাপত্যকে সাক্ষী রেখে রোম্যান্সে মগ্ন।
জিওন জানিয়েছেন, তাজমহল দেখা মাত্রই প্রেমে পড়ে গিয়েছিলেন তাঁর বাবা-মা। তাঁদের 'ইনক্রেডিবল ইন্ডিয়া' দেখাতে পেরে তিনি নিজেও অত্যন্ত খুশি। পোস্টের ক্যাপশনে জিওন হিন্দিতে লিখেছেন, 'কোরিয়ান বাবা-মার ভারতীয় কন্যা।' তাঁকে হিন্দিতে লিখতে দেখে নেটিজেনরা অবাক। যদিও তারও ব্যাখ্যা দিয়েছেন তরুণী। জানিয়েছেন, ভারতে আসার আগে ইউটিউবে এবং গুগল ট্রান্সলেটর মারফত হিন্দি শিখেছেন তিনি, অল্পবিস্তর বলতেও পারেন। জিওন জানিয়েছেন, 'আমাদের গাইড বলেছেন যে আমি হিন্দি বলি আর কুর্তি পরি, তাই আমি পুরোপুরি ভারতীয়।' এরপর ফের হিন্দিতে লিখেছেন তরুণী, 'সুন্দর তাজমহলের সঙ্গে মিষ্টি গোলাপি কুর্তি, ভাল লাগছে তো?'
বলা বাহুল্য, বিদেশিনীর ভারতপ্রেম দেখে নেটিজেনরা আপ্লুত। নানা মজার মন্তব্য এবং প্রশংসায় পোস্টের কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন তাঁরা। 'সুখী পরিবার,' লিখেছেন একজন। 'আপনাদের ভারতে স্বাগত,' মন্তব্য দ্বিতীয় একজনের। স্থানীয়দের অনেকেই আতিথেয়তার হাতও বাড়িয়ে দিয়েছেন কোরিয়ান পরিবারের দিকে। তাঁরা জানিয়েছেন, কোনও সমস্যা হলে জিওন নির্দ্বিধায় তাঁদের জানাতে পারেন।
শুধু তাজমহলে ঘোরাই নয়, ভারতে এসে জমিয়ে খাওয়া-দাওয়া করেছেন জিওন। এমনকী, বলিউডের গানের তালেও পা মিলিয়েছেন। সেই ভিডিওও নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন তিনি।