ফাইল চিত্র
শেষ আপডেট: 4th March 2025 16:01
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে মানেই ঝলমলে সাজ, ঐতিহ্যবাহী পোশাক আর নতুন লুক। কিন্তু কর্নাটকের মহিলা বডিবিল্ডার চিত্রা পুরুষোত্তম এই সাধারণ ধারণাকে ভেঙে দিয়েছেন নিজের অনন্য বিয়ের সাজ দিয়ে। সুঠাম শরীর, পেশিবহুল চেহারা! এমনই এক কনের ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে চিত্রার আত্মবিশ্বাসী ও ব্যতিক্রমী লুক সকলের নজর কেড়েছে।
বিয়ের দিন চিত্রা পরেছিলেন হলুদ এবং নীল রঙের ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি। তবে তাঁর এই সাজে ছিল চমক। শাড়ির সঙ্গে কোনও ব্লাউজ পরেননি তিনি। এই সিদ্ধান্তের পেছনে ছিল তাঁর এক স্পষ্ট বার্তা। তা হল নিজের পরিশ্রমে গড়া সুঠাম শরীরকে গর্বের সঙ্গে তুলে ধরা।
View this post on Instagram
ফিটনেসের প্রতি চিত্রার নিবেদন বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। সুঠাম বাহু, দৃঢ় শরীর এবং সুগঠিত ফিগার তাঁর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মনিয়ন্ত্রণকে তুলে ধরেছে। সমাজের প্রচলিত সৌন্দর্যের সংজ্ঞাকে ভেঙে, নিজের শরীরকে গর্বের সঙ্গে গ্রহণ করেছেন তিনি।
View this post on Instagram
শুধু পোশাক নয়, মেকআপেও ছিল আত্মবিশ্বাসের ছোঁয়া। গালের উজ্জ্বল ব্লাশ, শিমার আর ডার্ক ম্যারুন লিপস্টিক তাঁর লুককে আরও সাহসী করে তুলেছিল। চোখের মেকআপেও ছিল নিখুঁত যত্ন—কালো উইংড আইলাইনার, কাজল, মাসকারায় মোড়ানো নকল চোখের পাতা এবং ঝলমলে নীল আইশ্যাডো একেবারে মানানসই ছিল তাঁর শাড়ির সঙ্গে। খোপা করা চুলে সোনালি গয়না আর ফুলের সাজ তাঁর পুরো লুককে সুন্দরভাবে তুলে ধরেছে।
पुरा ससुराल डरा हुआ है,,,,????️???? pic.twitter.com/BRyyFz6fTK
— ≛ज़ख़्मी ͥ ͣ ͫशायर♛ (@Zakhmi_shyar_) February 22, 2025