Latest News

সেজেগুজে তৈরি বর-কনে, অনুষ্ঠান শুরুর আগে আটকে গেল গির্জার দরজা! তারপর…

দ্য ওয়াল ব্যুরো: বেশিরভাগ মানুষের কাছেই বিয়ে (wedding) জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। খাওয়া-দাওয়া, সাজপোশাক, উৎসব অনুষ্ঠান কেমনভাবে হবে, সবটাই অনেক আগে থেকে ভেবে রাখেন বর-কনে ও তাঁদের পরিবার। বিশেষ করে বিয়ের দিনে যেন কোনও গোলমাল না হয়, সবকিছুই যেন হিসেবমাফিক চলে, সে বিষয়েও নজর রাখা হয়। তবে সবকিছু কি আর হিসেব মতো চলে? তা না হলে এমন অত্যন্ত তুচ্ছ কারণে কারও বিয়েতে দেরি হতে পারে নাকি? বিয়ের অনুষ্ঠান শুরু হবে হবে করছে, এমন মোক্ষম সময়ে আটকে গেল গির্জার দরজা (Jammed Doors Of Church)!

ফিলিপিনসের ম্যাসবেট সিটি এলাকার বাসিন্দা এক তরুণীর সঙ্গে এমনটাই হয়েছে। ২০২২ সালের১৬ অগস্ট এই ঘটনার তরুণীর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু গির্জার দরজা আটকে যাওয়ার কারণে তাঁর বিয়েতে সামান্য হলেও দেরি হয়ে গিয়েছিল। সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, সাদা গাউন এবং ওড়নায় বিয়ের অনুষ্ঠানের জন্য একেবারেই তৈরি কনে। প্রস্তুত বরও। কিন্তু পুরনো গির্জার দরজা কিছুতেই খুলছে না। বিয়ের উদ্যোক্তাদের মধ্যে একজনকে দেখা যায়, সর্বশক্তি দিয়ে দরজা খোলার চেষ্টা করকছেন তিনি। কিন্তু তিনি ব্যর্থ হন। এরপর আসরে নামেন আরও একজন। প্রায় ৩০ সেকেন্ড টানাটানির পর অবশ্য দরজা খোলে।

বিয়ে ঠিক আগের মুহূর্তে এমন ঘটনা ঘটলে বেশিরভাগ কনেই হয়তো ঘাবড়ে যেতেন, দুশ্চিন্তা করতে শুরু করতেন। কিন্তু এই ঘটনায় ঘি অ্যান মারি সিওকো নামে ওই কনেকে দেখা যায়, একেবারে নিশ্চিন্তে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

বিয়ের ফটোগ্রাফার জি লি জানিয়েছেন, ‘একটা খুব হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল যখন দরজা খুলছিল না। যেন ওটা চাইছিল না বিয়েটা আদৌ হোক। সৌভাগ্যবশত উদ্যোক্তারা ওখানে ছিলেন, এবং ওঁরা সর্বোচ্চ চেষ্টা করেছেন দরজা খোলার জন্য। গির্জাটি একটি অদ্ভুত এবং খুব সুন্দর জায়গায় অবস্থিত।’

তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে একটু সমস্যা হলেও পরে খুব সুন্দরভাবেই বিয়ের সমস্ত কাজ মিটেছিল। ‘এটা একটা সফল বিয়ের অনুষ্ঠান ছিল। সবাই দারুণ উপভোগ করেছেন পুরো অনুষ্ঠানটি,’ জানিয়েছেন তিনি।

একাই জীবন কাটাচ্ছেন বৌমা, ২৮ বছরের পুত্রবধূকে বিয়ে করে নিলেন ৭০ বছর বয়সি শ্বশুর

You might also like