শেষ আপডেট: 17th October 2024 11:06
দ্য ওয়াল ব্যুরো: তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাপ ডায়নামিক্সের সঙ্গে ফ্লিপকার্ট, মিন্ত্রা, স্ন্যাপডিল, লেন্সকার্ট-এর মিল কোথায়? এদের সবার মালিকের পদবি বনসল। ফ্লিপকার্টের সচিন ও বিন্নি বনসল, মুকেশ বনসল মিন্ত্রার। এদিকে আবার রোহিত বনসল স্ন্যাপডিলের এবং লেন্সকার্টের পীযূষ বনসল। আর অ্যাপ ডাইনামিক্স-এর মালিকের নাম জ্যোতি বনসল।
২০১৭ সালে তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাপডায়নামিক্সকে রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে কেনার কথা ঘোষণা করে মার্কিন বহুজাতিক সংস্থা সিস্কো। সেই সময় ভারতীয় শিল্পপতি জ্যোতি বনসলের এই সংস্থা কিনতে ৩৭০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় যা ৩ হাজার ৪০০ কোটি টাকা) খরচ করেছিল তারা। তারপর থেকেই আলোচনার কেন্দ্রে জ্যোতি বনসল।
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে বনসল যেমন চাইতেন, তার কোম্পানির লাভ হোক। তেমনই প্রতিটা কর্মচারীর কথাও তিনি ভেবেছেন সব সময়। যাতে প্রত্যের কর্মচারী আর্থিকভাবে উন্নত হয়, তার দায়িত্বভার তিনি নিজের কাঁধেই নিয়েছিলেন। আজ অ্যাপডায়নামিক্স সংস্থায় ১২০০-এর বেশি কর্মচারী আছে। তাঁদের মধ্যে ৪০০-র বেশি কর্মচারী কোটিপতি।
কে এই জ্যোতি বনসল?
১৯৯৯ সালে দিল্লির আইআইটি থেকে স্নাতক পাশ করা জ্যোতি আমেরিকা চলে যান। তারপরে সেখানে গিয়েই নিজের ব্যবসা চালু করেন। ৮ বছর চাকরির পর প্রথম গ্রিন কার্ড পান তিনি। একথা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন জ্যোতি।
২০০৮-এ শুরু করেন নিজের ব্যবসা। খোলেন অ্যাপডায়নামিক্স নামে সফটওয়ার কোম্পানি। ২০১৫ সাল পর্যন্ত ওই কোম্পানির চেয়ারম্যান ছিলেন জ্যোতি। তারপরে ২০০৬ সাল পর্যন্ত এক চার্টার্ড ফার্মে কাজ করার পর অ্যাপ ডাইনামিক্স খোলেন জ্যোতি বনসল। বর্তমানে যার কর্মী সংখ্যা ১২০০-র বেশি।