Latest News

২৬ হাজার আইসক্রিমের কাঠি দিয়ে তৈরি রঙ্গোলি! কবিদের প্রতিকৃতি বানিয়ে রেকর্ড মা-মেয়ের

দ্য ওয়াল ব্যুরো: পুজো-আচ্চা, উৎসব-অনুষ্ঠানে ঘর সাজাতে ফুল কিংবা আবির দিয়ে তৈরি রঙ্গোলির জুড়ি মেলা ভার। কিন্তু একথা কারওরই অজানা নয়, ঠিক কতখানি সময়, ধৈর্য এবং অধ্যবসায় প্রয়োজন এই শিল্পকর্ম তৈরি করতে। ছোট্ট নকশা বানাতেই অপরিসীম নিষ্ঠা এবং সময় লেগে যায়। সম্প্রতি এক মা-মেয়ের জুটি বিশালাকার রঙ্গোলি বানিয়ে সিঙ্গাপুর বুক অফ রেকর্ডসে (Singapore Book of Records) নাম তুলেছেন। ৬ ফুট x ৬ ফুট মাপের সেই রঙ্গোলি বানাতে তাঁরা ব্যবহার করেছেন ২৬ হাজার আইসক্রিমের কাঠি (Rangoli Made of 26000 Ice Cream Sticks)।

সুধা রবি এবং তাঁর কন্যা রক্ষিতা আদতে তামিলনাড়ুর বাসিন্দা। যদিও বর্তমানে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়াতে থাকেন তাঁরা। গত সপ্তাহে পোঙ্গল উপলক্ষে সেখানকার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনব এই রঙ্গোলিটি বানিয়েছেন মা-মেয়ে। তবে চিরাচরিত ফুল কিংবা সাধারণ কোনো নকশা নয়, ২৬ হাজার আইসক্রিমের কাঠির উপর রং করে তা দিয়ে তৈরি সেই রঙ্গোলির মাধ্যমে দুজনে ফুটিয়ে তুলেছেন বিখ্যাত তামিল কবিদের অবয়ব।

জানা গেছে, রঙ্গোলিটি বানাতে সময় লেগেছে এক মাস। বিখ্যাত তামিল কবি তিরুভাল্লুভার, আভ্যাইয়ার, ভারতীয়ার এবং ভারতীদাসানের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন সুধা এবং রক্ষিতা। গত ২১ জানুয়ারি পোঙ্গল উপলক্ষে অসাধারণ সেই শিল্পকীর্তি প্রদর্শন করা হয়। তারপরেই সিঙ্গাপুর বুক অফ রেকর্ডসে নাম ওঠে সেটির।

সুধা একজন রঙ্গোলি বিশেষজ্ঞ। এর আগে একাধিকবার চালের গুঁড়ো, চক, চপস্টিক, আইসক্রিমের কাঠি ও অ্যাক্রিলিক রং ব্যবহার করেও রঙ্গোলিতে নানা অভিনব নকশা ফুটিয়ে তুলেছেন তিনি। তাঁর বানানো রঙ্গোলিতে মূলত ফুটে ওঠে তামিল সংস্কৃতির নানা দিক। আগে, ২০১৬ সালে ৩ হাজার ২০০ বর্গফুটের একটি রঙ্গোলি তৈরি করে রেকর্ড সৃষ্টি করেছিলেন সুধা।

পাত্রী চাই, আমি পণ দেব! ভরা বাজারে পোস্টার হাতে বিয়ের জন্য মেয়ে খুঁজছেন যুবক, পেলেন কি?

You might also like