শেষ আপডেট: 11th January 2025 14:30
দ্য ওয়াল ব্যুরো: ভারতের কান্তি কুমার পানিকেরা, যিনি 'ড্রিল ম্যান' নামে পরিচিত। সম্প্রতি তাঁর অদ্ভুত এবং সাহসী কাজের জন্য গিনেস বিশ্ব রেকর্ডে জায়গা করে নিয়েছেন। এবার তিনি গড়লেন 'এক মিনিটে হাতুড়ি দিয়ে নাকে সবচেয়ে বেশি পেরেক ঢোকানোর' রেকর্ড।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের (GWR) মতে, পানিকেরা মাত্র এক মিনিটে ২৭টি পেরেক নাকে ঢুকিয়ে এই রেকর্ড অর্জন করেন। GWR তাদের ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে জানায়, 'এই রেকর্ডটি মিলান, ইতালিতে অনুষ্ঠিত 'লো শো দেই রেকর্ড' ইভেন্টে গত বছরের ফেব্রুয়ারিতে সম্পন্ন হয়েছিল।'
View this post on Instagram
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পানিকেরা একটি পেরেক তুলে নেন এবং হাতুড়ির সাহায্যে সেটি নিজের নাকের ভিতর ঢোকান। এরপর সেটি বের করে আবার পরবর্তী পেরেক ঢোকাতে শুরু করেন। এইভাবে, এক মিনিটে ২৭টি পেরেক ঢুকিয়ে রেকর্ডটি গড়ে তোলেন। কাজ শেষে তাকে একটি গিনেস সার্টিফিকেট দেওয়া হয়।
এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ তাঁর সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ বিস্ময় প্রকাশ করেছেন। একজন কমেন্ট করেছেন, 'কীভাবে মানুষ এই প্রতিভা আবিষ্কার করে?' আরেকজন মজা করে লেখেন, 'এটি পুরনো সার্কাস অ্যাক্টের মতো মনে হয়, কিন্তু কেন এখনও হাতুড়ি ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে সন্দেহ আছে।'
কান্তি কুমার পানিকেরা ইতিমধ্যেই 'সবচেয়ে বেশি ফ্যান ব্লেড জিভ দিয়ে থামানোর' মতো রেকর্ড গড়েছেন। এছাড়াও, তিনি আরও অনেক বিশ্ব রেকর্ড অর্জন করেছেন। পানিকেরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উল্লেখ করেছেন যে, তিনি 'কান্তি সোসিও-কালচারাল সোসাইটি' নামে একটি অলাভজনক সংস্থা পরিচালনা করেন।