শেষ আপডেট: 22nd October 2024 22:59
দ্য ওয়াল ব্যুরো: ডেস্টিনেশন ওয়েডিং আজকাল আর নতুন কোনও বিষয় নয়। অনেকেই ডেস্টিনেশন ওয়েডিং করে। দেশে, বিদেশে নিজেদের পছন্দের জায়গায় গিয়ে বিয়ে করা এখন ট্রেন্ড। কিন্তু সাগরের মধ্যে বিয়ে, জলের তলায় মালা বদল। এমন ডেস্টিনেশন ওয়েডিংও হতে পারে, ভেবে দেখেছেন কখনও?
আসলে এমনই করে দেখিয়েছে সৌদি আরবের এক দম্পতি। রেড সি-তে ডাইভ করে গিয়ে গভীর সমুদ্রে বিয়ে সেরে ফেলেছেন তারা। আর এই খবর সামনে আসতেই উচ্ছ্বসিত নেটিজেনরা।
হাসান আবু-আল ওলা ও ইয়াসমিন দফতারদার। দুজনই সমুদ্র ভালবাসেন। জলে ভেসে থাকতেও ভালবাসেন। কোরাল, জলের গাছপালা, প্রাণি সবই তাদের ভীষণ পছন্দ। তাই তাদের প্রেমকে পরিণতি দিতে বরযাত্রী হলেন ডুবুরিরা আর সাক্ষী এই জলের তলার প্রাণিরা।
সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এই দম্পতি প্রফেশনাল ডাইভার বা ডুবুরি। জল নিয়েই কাজ, তাই জলেই বিয়ের উদযাপন হবে, এমন সিদ্ধান্ত নেন তাদের সহকর্মীরা। আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন। কথা বলে নিয়েছিলেন সৌদি আরবের স্থানীয় ডুবুরি ও সংস্থার সঙ্গে। সেই মতো তারাও সব প্রস্তুতি সেরে নিয়েছিল।
মুখে মাস্ক ও জলের তলায় যাওয়ার সরঞ্জাম নিয়ে, সুইম স্যুটেই হয়েছে বিয়ে। সংবাদ মাধ্যমকে আবু-আল ওলা জানান, যেভাবে বিয়ের আয়োজন গভীর সমুদ্রে করা হয়েছিল, তার জন্য তিনি ধন্য। প্রথমে এই আয়োজন দেখে খানিকটা বিষ্মিতও হন।
আবু-আল ওলা বলেন, 'সবটাই সারপ্রাইস ছিল। আমরা তৈরি হয়ে নেওয়ার পর ক্যাপ্টেন ফয়সাল ও তাঁর টিম আমাদের বলেন সমুদ্রের তলায় উদযাপনের পরিকল্পনা করেছেন তাঁরা। সেই মুহূর্ত ভোলার নয়।'
তিনি শেষে যোগ করেন, 'সবাই মনে করতে পারে গভীর সমুদ্রে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। কিন্তু না, আমাদের কোনও সমস্যার মধ্যে পড়তে হয়নি। যা অভিজ্ঞতা নিয়ে ফিরেছি, তা সারাজীবন সঙ্গে থেকে যাবে।'
এই দম্পতির এমন বিয়ের গল্প দেখে অবাক অনেকেই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সে কথা শেয়ার করেছেন। সৌদি আরবে এমন হতে পারে, নিজেরাও একবার ভেবে দেখবেন বলেও জানায় নেটিজেনদের একাংশ।